ইসরোর পাশে গোটা দেশ, শুভেচ্ছা বার্তা বিরাট, শাস্ত্রী, শেহওয়াগদের

Published : Sep 07, 2019, 06:08 PM IST

শেষ পর্যায়ে এসে ধাক্কা খেয়েছে ভারতের চন্দ্র অভিযান প্রয়োগ সফল না হলেও ইসরোর পাশে গোটা দেশ  ইসরোর জন্য গর্বিত ভারতীয় ক্রিকেট মহল

PREV
16
ইসরোর পাশে গোটা দেশ, শুভেচ্ছা বার্তা বিরাট, শাস্ত্রী, শেহওয়াগদের
ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখলেন বিজ্ঞানে ব্যর্থতা বলে কিছু হয় না। ইসরোর বৈজ্ঞানিকদের নিয়ে দেশ গর্বিত। জয় হিন্দ।
26
ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর টুইট, ইসরোর বৈজ্ঞানীকদের কুর্নিশ, ভারতকে তাঁরা বিশ্বের অন্যতম শক্তিশালী মহাকাশ বিজ্ঞানের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পেরেছেন। দেশের আগামী প্রজন্মকে এই চন্দ্র অভিযান অনুপ্রেরণা দেবে।
36
নিজের ব্যাটিংয়ের ছন্দেই টুইট করলেন বিরেন্দ্র শেহওয়াগে। ইসরোকে বিরু শুভেচ্ছা জানালেন শায়েরির ছন্দে
46
প্রাক্তন ভারত অধিনয়াক অনিল কুম্বলে লিখেছেন, দেশ ইসরোকে নিয়ে গর্বিত। সেরাটা এখনও পাওয়া বাকি আছে।
56
যুবরাজ সিংয়ের টুইট, দেশ হিসেবে আমরা ইসরোর বৈজ্ঞানিকদের নিয়ে গর্বিত। মনে আশা নিয়ে আবার উঠে দাঁড়াব আমরা, আবার কাজ করব, হার মানব না।
66
হরভজন সিং টুইটারে ইসরোকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, যারা চেষ্টা করে তাদের কখনও হার হয় না।
click me!

Recommended Stories