শেষ পর্যায়ে এসে ধাক্কা খেয়েছে ভারতের চন্দ্র অভিযান
প্রয়োগ সফল না হলেও ইসরোর পাশে গোটা দেশ
ইসরোর জন্য গর্বিত ভারতীয় ক্রিকেট মহল
debojyoti AN | undefined | Published : Sep 7, 2019 6:08 PM
ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখলেন বিজ্ঞানে ব্যর্থতা বলে কিছু হয় না। ইসরোর বৈজ্ঞানিকদের নিয়ে দেশ গর্বিত। জয় হিন্দ।
ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর টুইট, ইসরোর বৈজ্ঞানীকদের কুর্নিশ, ভারতকে তাঁরা বিশ্বের অন্যতম শক্তিশালী মহাকাশ বিজ্ঞানের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পেরেছেন। দেশের আগামী প্রজন্মকে এই চন্দ্র অভিযান অনুপ্রেরণা দেবে।