IPL 2026: মার্চের শেষ সপ্তাহে শুরু হচ্ছে আইপিএল। গত বছরের শেষদিকে নিলাম (IPL Auction 2026) হয়ে গিয়েছে। সব ফ্র্যাঞ্চাইজিই দল গুছিয়ে নিয়েছে। গত মরসুমে ব্যর্থতার পর এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।
KNOW
Kolkata Knight Riders: আসন্ন আইপিএল-এর (IPL 2026) জন্য নতুন ফিল্ডিং কোচ নিয়োগ করার কথা ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। রাজস্থানের (Rajasthan) প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার দিশান্ত ইয়াগনিককে (Dishant Yagnik) কেকেআর-এর নতুন ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হল। ভারতীয় ক্রিকেট মহলে যথেষ্ট পরিচিত দিশান্ত। তিনি খেলোয়াড় হিসেবে যেমন পরিচিত ছিলেন, তেমনই সাপোর্ট স্টাফ হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। তিনি আইপিএল-এর সঙ্গেও দীর্ঘদিন ধরে জড়িত। এই কারণেই তাঁকে নিয়োগ করল কেকেআর। এবারের আইপিএল-এ এই ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফ অন্যতম তারকাখচিত। টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) শেষ হওয়ার পর শুরু হবে আইপিএল। ফলে কাজ শুরু করার জন্য দিশান্তের হাতে কিছুটা সময় রয়েছে। তিনি প্রস্তুতির জন্য সময় পাচ্ছেন।
আইপিএল-এ খেলেছেন দিশ্যান্ত
রাজস্থানের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন দিশান্ত। তিনি ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আইপিএল-এ ২৫টা ম্যাচ খেলেছেন। পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে সাপোর্ট স্টাফ হিসেবে আইপিএল-এর সঙ্গে যুক্ত এই প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার। তিনি ফিল্ডিং কোচ হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ফলে কেকেআর শিবিরের আশা, এবার দলের ফিল্ডিংয়ের মান উন্নত হবে।
কেকেআর-এর তারকাখচিত কোচিং স্টাফ
এবারের আইপিএল-এ কেকেআর-এর প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)। মেন্টর হিসেবে আছেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) প্রাক্তন অলরাউন্ডার ডেভন ব্র্যাভো (Dwayne Bravo)। সহকারী কোচ হিসেবে আছেন অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন (Shane Watson)। বোলিং কোচ হিসেবে আছেন নিউজিল্যান্ডের (New Zealand) প্রাক্তন ক্রিকেটার টিম সাউদি (Tim Southee)। পাওয়ার কোচ হিসেবে আছেন আন্দ্রে রাসেল (Andre Russell)। কেকেআর তাঁকে রিটেইন না করায় আইপিএল থেকে অবসর নেন রাসেল। তিনি এই ফ্র্যাঞ্চাইজি বেসড টি-২০ লিগে অন্য কোনও দলের হয়ে খেলছেন না। এই কারণেই তাঁকে কোচিং স্টাফের অংশ হিসেবে রেখে দিল কেকেআর ম্যানেজমেন্ট। অন্য ভূমিকায় দলকে সাহায্য করতে চাইছেন রাসেল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


