ফোকাসে নতুন টেনিস সুন্দরী, ফোটোশ্যুটে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিয়ানকা

Prantik Deb | Published : Sep 10, 2019 11:47 AM IST
15
ফোকাসে নতুন টেনিস সুন্দরী, ফোটোশ্যুটে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিয়ানকা
রকফেলার সেন্টারে ট্রফি হাতে ফোটোশ্যুটে নতুন ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিয়ানকা আন্দ্রেসকু। গত সপ্তাহে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে কেরিয়ারের প্ৰথম গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হলেন কানাডার এই তরুণী।
25
বিয়ানকাকে লেন্স বন্ধি করার জন্য ভিড় জমিয়েছিল বিশ্বের নানা প্রান্তের ফোটোগ্রাফাররা। নতুন টেনিস সুন্দরীর ছটায় উজ্জ্বল মার্কিন মুলুক।
35
মারিয়া শারাপোভার পর বিয়ানকাই টিনএজার হয়ে জিতে নিলেন যুক্তরাষ্ট্র ওপেনের খেতাব। শনিবারের ফাইনালে সেরেনাকে স্ট্রেট সেটে উড়িয়ে দেন বিয়ানকা, ম্যাচের ফল ৬-৩, ৭-৫।
45
জীবনের প্রথম গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব ক্রমতালিকায় অনেকটা উঠে এলেন কানাডার টেনিস সুন্দরী মহিলাদের সেরার তালিকায় এখন পাঁচ নম্বরে উঠে এলেন বিয়ানকা আন্দ্রেসকু।
55
‘এখনও বিশ্বাস হচ্ছে না আমি চ্যাম্পিয়ন, তবে একটা কথা বলতে চাই এখানেই শেষ নয়, আরও অনেক কিছু বাকি আছে।’ ব্যস্ত সময়ের মধ্যেই সংবাদ মাধ্যমকে বললেন ফ্লাশিং মিডোর নতুন রাণী।
Share this Photo Gallery
click me!

Latest Videos