৩২ -এ পা দিলেন সাইনা নেহওয়াল ( Saina Nehwal)। ভারতীয় ব্যাডিন্টনকে (Indian Badminton) বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করা ও একেবারে শীর্ষে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাইনার অবদান অনস্বীকার্য। অলিম্পিক, কমনওয়েলথে পদক জয় থেকে শুরু করে রাজীব গান্ধী খেল রত্ন পুরষ্কার, অর্জুন পুরষ্কার, পদ্মশ্রী এবং পদ্মভূষণ সম্মানে সম্মানিত হওয়া, সাইনার জীবনে রয়েছে নানা কৃতিত্ব। তার জীবন নিয়ে তৈরি হয়েছে সিনেমাও। জন্মদিনে (Birthday)সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় তারকা শাটলার (Indian Star Shuttler)। ফ্যান থেকে শুরু করে ব্য়াডমিন্টন সহ অন্যান্য ক্রীড়া জগতের তারকারও শুভেচ্ছা জানাচ্ছেন সাইনা নেহওয়ালকে। জন্মদিনে জেনে নিন সাইনা নেহওয়াল সম্পর্কে কিছু জানা-অজানা-স্বল্প জানা তথ্য।