আমাদের সকলেরই জানা ভারতীয় তারকাব্যাডমিন্টন প্লেয়ার সাইনা নেহওয়াল হায়দরাবাদের মেয়ে। কিন্তু অনেকেই হয়তো জানেন না সাইনা নেহওয়ালের জন্ম কিন্তু হরিয়ানার হিসার শহরে। কিন্তু সাইনার পড়াশোনা, বড় হয়ে ওঠা, ব্যাডমিন্টন প্রশিক্ষণ, ব্য়াডমিন্টন প্লেয়ার হিসেবে বেড়ে ওঠা সবটাই হায়দরাবাদে। নিজামের শহরে না আসলে হয়ত পুলেল্লা গোপিচাঁদের অ্যাকাডেমিতেই ভর্তি হওয়া হত না সাইনা নেহওয়ালের।