অ্যানা ইভানোভিক-
সার্বিয়ান টেনিস তারকা অ্যানা ইভানোভিক গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী। ২০০৮ সালে ফ্রেঞ্চ ওপেন জেতেন তিনি। এছাড়া টেনিস বিশ্বে তিনি অন্যতম সুন্দরী মহিলা টেনিস তারকা হিসেবেও গন্য হন। বিকিনি পরিহিত অ্যানা ইভানোভিকের ছবি ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। তার লুকস, হটনেস ও ফিগারে তিনি চাইলেই একজন সুপার মডেল হতে পারতেন।