আইপিএল-এর ইতিহাসে সেরা ১০ ব্যাটসম্যান, দেখে নিন তালিকা

আইপিএল মানেই প্রতীক্ষা নতুন তারকার। এত বছরের আইপিএল-এ জন্ম নিয়েছে অসংখ্য তারকা। এদের মধ্যে কেউ বছরের পর বছর তাঁর পারফরমেন্সে ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে। কেউ আবার হারিয়ে গিয়েছে সময়ের অতলে। এখানে রইল এমন কিছু ক্রিকেটারের কথা যারা এই মুহূর্তে আইপিএল-এর ইতিহাসে সেরা দশ ব্যাটসম্যানের তালিকায় পড়েন। 

Sudip Paul | Published : Mar 5, 2020 2:24 PM IST
110
আইপিএল-এর ইতিহাসে সেরা ১০ ব্যাটসম্যান, দেখে নিন তালিকা
বিরাট কোহলিঃ দলকে একবারও ট্রফি দিতে না পারলেও, আন্তজার্তিক ক্রিকেটের মত আইপিএলে একইরকমভাবে কথা বলে তার ব্যাট। বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে এখনও ১৭৭টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। মোট রান ৫৪১২। গড় ৩৭.৮৪ , স্ট্রাইক রেট ১৩১.৬১। এখনও পর্যন্ত আইপিএলে বিরাট কোহলির সর্বাধিক স্কোর ১১৩। এইবছরও বিরাট ভক্তদের আশা দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি আইপিএলের ২২ গজে চলবে বিরাট রাজ।
210
সুরেশ রায়নাঃ আইপিএলের সেরা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন সুরেশ রায়না। মাঝে গুজরাট দলের হয়ে খেললেও, আইপিএল কেরিয়ারের বেশিরভাগ সিজেন খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এখনও পর্যন্ত আইপিএলে সুরেশ রায়নার সংগ্রহ ১৯৩ ম্যাচে ৫৩৬৮ রান। সর্বাধিক স্কোর ১০০, গড় ৩৩.৩৪, স্ট্রাইক রেট ১৩৭.১৪। আসন্ন মরসুমেও রায়নাার চওড়া ব্যাটের উপর ভরসা রাখছে চেন্নাই ভক্তরা।
310
রোহিত শর্মাঃ দলকে চার-চারটি ট্রফি দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও আইপিএলে নিজের হিট শো বজায় রেখেছেন রোহিত শর্মা। ১৮৮ ম্যাচে হিটম্যানের সংগ্রহ ৪৮৯৮ রান। সর্বাধিক রান ১০৯, গড় ৩১.৬০, স্ট্রাইক রেট ১৩০.৮২। আন্তর্জাতিক ক্রিকেটে যে দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত তাতে আইপিএলেও রোহিতের হিট বজায় থাকবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
410
ডেভিড ওয়ার্নারঃনির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ওয়ার্নার। তবে নির্বাসনের পর এটিই ওয়ার্নারের আইপিএল কামব্যাক। এর আগে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেছেন ডেভিড। ব্যাট হাতেও দেখিয়েছেন তার বিক্রম। ১২৬ ম্যাচে ওয়ার্নাারের সংগ্রহ ৪৭০৬ রান, সর্বাধিক স্কোর ১২৬, গড় ৪৩.১৭, স্ট্রাইক রেট ১৪২.৩৯। আইপিএলেও কামব্যাক করে তার ব্যাটের ঝড় দেখাতে মরিয়া অজি ওপেনার।
510
শিখর ধাওয়ানঃ মাঝে দু-একটি মরসুম খারাপ গেলেও, আইপিএলে কথা বলে তার ব্যাটও। আইপিএলের সেরা ১০ ব্যাটসম্যানের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। ১৫৯ ম্যাচে শিখরের সংগ্রহ ৪৫৭৯ রান। গড় ৩৩.৪২, স্ট্রাইক রেট ১২৪.৮০। এখনও পর্যন্ত আইপিএলে শিখরের সর্বাধিক রান ৯৭। গব্বরের অভিজ্ঞতা ও চওড়া ব্যাটের উপর ভর করেই এবছর প্রথম আইপিএল ট্রফি জেতার স্বপ্ন দেখছেন দিল্লি ক্যাপিটালসের সমর্থকরা।
610
ক্রিস গেইলঃ ব্যাট হাতে তাণ্ডব বা লণ্ডভণ্ড এই শব্দগুলি যদি কারও সঙ্গে যায় তার নাম ক্রিস গেইল। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি বিধ্বংসী ইনিংস খেলেছেন এই ক্যারেবিয়ান তারকা। আইপিএলে ১২৫ ম্যাচে গেইলের সংগ্রহ ৪৪৮৪রান। সর্বাধিক স্কোর ১৭৫। যা আইপিএলের ইতিহাসে সর্বাধিক। গেইলের গড় ৪১.১৩, স্ট্রাইক রেট ১৫১.০২। বয়স কিছুটা বাধা হলেও, এবছর গেইল ঝড়ের ভরসায় রয়েছেন কিংস ইলেভেন পঞ্জাবের সমর্থকরা।
710
মহেন্দ্র সিং ধোনিঃ শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএলের ইতিহাসেও অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। ৩ বার দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যাট হাতেও উপহার দিয়েছেন অসংখ্য চোখ ধাঁধানো ইনিংস। ১৯০ ম্যাচে ধোনির সংগ্রহ ৪৪৩২ রান। সর্বাধিক স্কোর ৮৪, গড় ৪২.৩০, স্ট্রাইক রেট ১৩৭.৮৫। দীর্ঘ বিরতির পর আইপিএলে ফিরে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপশি ব্যাট হাতে ধোনি ধামাকা চালিয়ে যাওয়াই আইপিএল টোয়েন্টি টোয়েন্টিতে ধোনির অন্যতম লক্ষ্য।
810
রবিন উথাপ্পাঃ চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আইপিএল কেরিয়ার গেলেও, ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন রবিন উথাপ্পা। কলকাতার নাইট রাইডার্সের দুবার আইপিএল চ্যাম্পিয়ন হবার পেছনে রবিনের গুরুত্ব অনস্বীকার্য। ১৭৭ ম্যাচে উথাপ্পার সংগ্রহ ৪৪৪১ রান। সর্বাধিক স্কোর ৮৭ রান। গড় ২৮.৮৩, স্ট্রাইকরেট ১৩০.৫০। কলকাতা এবছর তাকে ছেড়ে দিলেও, রাজস্থান রয়্যালসের হয়ে নিজেকে আরও একবার প্রমাণ করতে মরিয়া উথাপ্পা।
910
এ বি ডিভিলিয়ার্সঃ আইপিএলে বিধ্বংসী ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম এ বি ডিভিলিয়ার্স। বেঙ্গলুরুকে বহু ম্যাচে একার কাঁধে টেনেছেন এবিডি। ১৫৪ ম্যাচে আইপিএলে এবিডির সংগ্রহ ৪৩৯৫ রান। সর্বাধিক রান ১৩৩। গড় ৩৯.৯৫, স্ট্রাইক রেট ১৫১.২৩। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এবছর আইপিএলে নিজের ধ্বংসাত্বক ইনিংস খেলার জন্য মুখিয়ে রয়েছেন ডিভিলিয়ার্স।
1010
গৌতম গম্ভীরঃ আইপিএলের সেরা দশের তালিকাায় শেষ নাম গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের ট্রফির খরা কেটেছিল গম্ভীরের নেতৃত্বেই। সঙ্গ দিয়েছিল গম্ভীরের চওড়া ব্যাট। ১৫৪ ম্যাচে গম্ভীরের সংগ্রহ ৪২১৭ রান। গড় ৩১.২৩, স্ট্রাইক রেট ১২৩.৮৮, সর্বাধিক রান ৯৩। কেকেআর ছেড়ে দেওয়ার পর দিল্লি দলে যোগ দেন গোতি। পরে দিল্লির অধিনায়কত্ব ছেড়ে দেন গম্ভীর। এবছরও দিল্লির ক্যাপিটালসের সঙ্গে যুক্ত রয়েছেন গৌতম।
Share this Photo Gallery
click me!

Latest Videos