ইউক্রেনের ক্রীড়াবিদ হলেও তাদের কৃতিত্ব রাশিয়ার রেকর্ড বুকে, জানুন এমন ৫ জনের কাহিনি

ইউক্রেনের (Ukrainian) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে রাশিয়া (Russia)। কিন্তু অবিভক্ত সোভিয়েত ইউনিয়নে (Soviet Unions) থাকাকালীন ইউক্রেন একাধিক ক্ষেত্রে বিশিষ্ট ও প্রতিভাবান ব্যক্তিত্ব দিয়ে রাশিয়ার নাম উজ্জ্বল করেছে। ক্রীড়া ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। যারা পদক জিতেছে, একাধিক রেকর্ড গড়েছে। কিন্তু ইউক্রেন স্বাধীন রাষ্ট্র হওয়ার পরও এই ক্রীড়া ব্যক্তিত্বদের নাম ও রেকর্ড আধুনিক রাশিয়ার হিসেবে ধরা হয়। চিনে নিন এমন ৫ জন ক্রীড়া ব্যক্তিত্বকে ( 5 Ukrainian sports personalities)।  

Sudip Paul | Published : Feb 24, 2022 10:03 PM
15
ইউক্রেনের ক্রীড়াবিদ হলেও  তাদের কৃতিত্ব  রাশিয়ার রেকর্ড বুকে, জানুন এমন ৫ জনের কাহিনি

সেরহি বুবকা-
সেরহি বুবকা একজন সেরা পোল ভল্টার।  ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন তিনি। অলিম্পিকেও চ্যাম্পিয়ন হয়েছেন সেরহি বুবকা। ৩৫ বার পুরুষদের পোল ভল্টের বিশ্ব রেকর্ড ভেঙেছেন তিনি।   6.0 মি ক্লিয়ার করা প্রথম পোল ভল্টার ছিলেন তিনি।

25

ইনেসা ক্র্যাভেটস-
অপর একজন সেরা অ্যাথলিট হলেন ইনেসা ক্র্যাভেটস। ট্রিপল জাম্পে সবচেয়ে বিশিষ্ট মহিলা অ্যাথলিটদের মধ্যে অন্যতম তিনি।  ইনেসা একজন অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন। ১৯৯৫ সালে তার গড়া রেকর্ড এখনও অটুট।
 

35

লারিসা ল্যাটিনিনা-
লারিসা ল্যাটিনিনা এক জন বিশ্বের নামকরা জিমন্য়াস্ট। অলিম্পিকেরে ইতিহাসে ব্যক্তিগত বিভাগে একাই ৯টি স্বর্ণপদক জেতায় রেকর্ড রয়েছে। এছাড়াও তার কেরিয়ারেও একাধিক বিশ্বরেকর্ড রয়েছে।
 

45


জিনাইদা তুর্চিনা-
অপর বিখ্যাত ক্রিড়া ব্যক্তিত্ব হলেন জিনাইনা তুর্চিনা। তিনি একজন হ্যান্ডবল খেলোয়াড় ছিলেন। তার তিনটি অলিম্পিক পদক জয়ের পাশাপাশি এবং পাঁচটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক জয়ের রেকর্ড রয়েছে। ২০০০ সালে ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন তাকে বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ হ্যান্ডবল খেলোয়াড় হিসেবে ঘোষণা করে।
 

55

ভ্যালেরি লোবানভস্কি-
বিশ্ব ফুটবলের অনযতম সেরা ফুটবল ম্যানেজারদের মধ্যে অন্যতম ভ্যালেরি লোবানভস্কি।  উয়েফা প্রতিষ্ঠার পর থেকে দশজন সেরা কোচের মধ্যেও নাম রয়েছে তাঁর। তিনি এফসি ডায়নামো কিইভের ম্যানেজার হিসেবে ১৭টি মরসুম কাটিয়েছেন এবং ১৯৭৫ এবং ১৯৮৬ সালে উয়েফা কাপ উইনার্স কাপ জিতেছেন এবং 1১২ বার জাতীয় লীগ জিতেছেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos