টোকিও ২০২০ - ভারতের জন্য আরও এক হতাশার দিন, আশা জাগিয়ে রাখলেন শুধু শরৎ কমল

গত শনিবার টোকিও অলিম্পিকের প্রথম দিনেই সাইখোম মীরাবাই চানুর রুপোর পদকের সৌজন্যে শুরুটা দারুণ করেছিল ভারত। কিন্তু, দ্বিতীয় দিনের পর সোমবার, অলিম্পিকের তৃতীয় দিনটিতেও ভারতকে খালি হাতেই ফিরতে হল। শুধু তাই নয়, দৌড় শেষ হয়ে গেল বেশ কয়েকজন ভারতীয় ক্রীড়াবিদেরও। একমাত্র শরৎ কমল ছাড়া বাকি সব ভারতীয় ক্রীড়াবিদই এদিন হতাশা করলেন।

amartya lahiri | Published : Jul 26, 2021 6:12 PM IST
110
টোকিও ২০২০ - ভারতের জন্য আরও এক হতাশার দিন, আশা জাগিয়ে রাখলেন শুধু শরৎ কমল

হকি 

প্রথম ম্যাচে ধরাশায়ী হওয়ার পর দ্বিতীয় ম্য়াচে মহিলা হকির অন্যতম শীর্ষস্থানীয় দল জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও হেরেই গেল ভারতীয় মহিলা হকি দল। তবে এদিন কিন্তু, জার্মানির বিপক্ষে দারুণ লড়াই দিয়েছে ভারতীয় দল। েকেবারে চোখে চোখ রেখে লড়েো শেষ পর্যন্ত অব্শ্য ২-০ গোলে হারতে হয়েছে। ভারত ই মুহুর্তে পুল এ-র েকেবারে তলানিতে রয়েছে। তবে েদিন ১-০য় পিছিয়ে থাকা অবস্থায় সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু, পেনাল্টি কর্নার থেকে গুরজিৎ কৌরের প্রচেষ্টা ছিল দুর্বল এবং তারপর বন্দনা ভাল স্ট্রোক নিলেও তা দুর্ভাগ্যক্রমে ক্রসবারে লাগে। 
 

210

টেবিল টেনিস 

তৃতীয় দিনের শেষে অলিম্পিক সিঙ্গলস টেবিল টেনিসে আর ভারতীয় চ্যালেঞ্জ বলতে পড়ে রয়েছেন শরৎ কমল। মণিকা বাত্রা েবং বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায়ের যাত্রা এদিন শেষ হয়েছে। সোমবার পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে শরৎ কমল, পর্তুগালের তিয়াগো পোলোনিয়াকে ২-১১, ১১-৮, ১১-৫, ৯-১১, ১১-৬, ১১-৯ পয়েন্টে হারিয়েছেন। তবে পরের রাউন্ডে ৩৯ বছর বয়সী শরতের সামনে চ্যালেঞ্জ ডিফেন্ডিং অলিম্পিক চ্যাম্পিয়ন, চিনের মা লং। অন্যদিকে, তৃতীয় রাউন্ডে অস্ট্রিয়ার সোফিয়া পালকানোয়ার বিরুদ্ধে ৪-০ স্ট্রেট গেমে হারেন। অন্য মহিলা সিঙ্গলস খেলোয়াড় সুতির্থাও পর্তুগিজ প্রতিপক্ষ এফ ইউ-এর বিরুদ্ধে ৪-০ স্ট্রেট গেমেই পরাজিত হন।

310

ব্যাডমিন্টন

পুরুষদের ব্যাডমিন্টন ডাবলসে গ্রুপের দ্বিতীয় ম্যাচে বিশ্বের এক নম্বর ডাবলস জুটি ইন্দোনেশিয়ার মার্কাস গিডন ফার্নালডি এবং কেভিন সানজায়া সুকমুলজো-র বিরুদ্ধে ৩২ মিনিটে ১৩-২১ ১২-২১ স্ট্রেট গেমে পরাজিত হলেন ভারতীয় পুরুষ ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেঠি-র জুটি। বিশ্বের দশ নম্বর এই জুটি অবশ্য এখনও কোয়ার্টারফাইনালের দৌড়ে রয়েছে। 

410

তীরন্দাজি 

টোকিও অলিম্পিকে ব্যর্থ হল পুরুষদের তিরন্দাজি দলও। েদিন কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী কোরিয়ানদের বিপক্ষে স্ট্রেট সেটে হারেন অতনু দাস, প্রবীণ যাদব এবং তরুনদীপ রাইয়ের ত্রয়ী। কিম জে দেওক, ওহ জিন হাইক এবং কিম উজিনের কোরিয়ান দলটিই ছিল শীর্ষ বাছাই, তারাই শেষ পর্যন্ত স্বর্ণপদক জেতে।

510

ফেনসিং 

ইবারিই প্রথম ভারতীয় মহিলা ফেনসার হিসাবে অলিম্পিকে অংশ নিলেন ভবানী দেবী। অলিম্পিকে নেমেই  অভিষেক ম্যাচে তিউনিসিয়ার নাদিয়া বেন আজিজিককে আত্মবিশ্বাসের সঙ্গে ১৫-৩ ব্যবধানে উড়িয়ে দারুণ আশা জাগিয়েছিলেন। পরের রাউন্ডেই অবশ্য তার সামনে পড়ে বিশ্বের তিন নম্বর তথা রিও অলিম্পিকের সেমিফাইনালিস্ট ম্যানন ব্রুনেট। সেই ম্যাচে ২৭ বছরের ইতিহাস সৃষ্টিকারী ভারতীয় ফেনসার ৭-১৫ পয়েন্টে হেরে যান।
 

610

টেনিস 

সোমবার টোকিও অলিম্পিক গেমসে টেনিস কোর্টে শেষ হয়ে গেল ভারতীয় চ্যালেঞ্জ। পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে  বিশ্ব ব়্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা ড্যানিল মেদভেদেভের বিরুদ্ধে মাত্র 66 মিনিটে ৬-২, ৬-১ সেটে পরাজিত হন বিশ্বের ১৬০ নম্বর ভারতের সুমিত নাগাল।

710

শ্যুটিং

সোমবার টোকিও অলিম্পিকে ভারতীয় শ্যুটারদের জন্য আরও একটা খারাপ দিন গেল। পুরুষদের স্কিট ইভেন্টে ভারতের অঙ্গদ বীর সিং বাজওয়া এবং মৈরাজ আহমেদ খান যথাক্রমে ১৮তম  েবং ২৫তম স্থানে শেষ করেন। অঙ্গদ পাঁচ সিরিজে ১২০ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছেন, আর মৈরাজ মাত্র ১১৭ পয়েন্ট। 

810

বক্সিং 

সোমবার তার অলিম্পিকের অভিষেক ম্যাচে চিনের এর্বিয়েকে তৌহেতার বিরুদ্ধে পরাজিত হয়ে পুরুষদের ৭৫ কেজি বিভাগে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতীয় বক্সার আশীষ চৌধুরী। প্রাক্তন এশিয়ান রৌপ্যপদক বিজয়ী বাউটটি হারেন ০-৫ ব্যবধানে। শুরুতে চিনা বক্সারের সঙ্গে েকেবারেই েটে উঠতে না পারলেও পরের দিকে ভাল লড়াই করেন তিনি। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। 

910

সাঁতার 

টোকিও অলিম্পিকে পুরুষদের ২০০ মিটার বাটাইফ্লাই সুইমিংয়ের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতেই ব্যর্থ হলেন ভারতীয় সাঁতারু সজন প্রকাশ। হিট ২-তে তিনি চতুর্থ স্থানে শেষ করেন। গত মাসে ইটালিতে ব্যক্তিগত সেরা ১:৫৬:৩৮ সময় করে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। কিন্তু েদিন তিনি সাতার শেষ করেন ১:৫৭.২২। ৩৮ জন সাঁতারুর মধ্যে ২৪তম স্থান অর্জন করেন তিনি। 

1010

পদক তালিকা

মীরাবাই চানুর রৌপ্য পদক জয়ের সৌজন্যে অলিম্পিরের প্রথম দিনের শেষে ভারত পদক তালিকায় ১২ নম্বরে ছিল। কিন্তু, গত দুইদিনের হতাশার পর, সোমবার রাতে পদক তালিকায় ভারত ৩৩ নম্বরে নেমে গিয়েছে। বর্তমানে প্রথম স্থানে আছে আয়োজক দেশ জাপান (সোনা - ৮, রুপো - ২, ব্রোঞ্জ - ৩), তারপরের দুটি স্থানে আছে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র (সোনা - ৭, রুপো - ৩, ব্রোঞ্জ - ৪) ও চিন (সোনা -  ৬, রুপো - ৫, ব্রোঞ্জ - ৭)। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রুশ অলিম্পিক কমিটি (সোনা - ৪, রুপো - ৫, ব্রোঞ্জ - ৩) ও গ্রেট ব্রিটেন (সোনা - ৩, রুপো - ৩, ব্রোঞ্জ - ১)।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos