২০১৭ সালের ইন্ডিয়া ওপেনেও গোল্ড, মালায়েশিয়া ওপেনেও গোল্ড জিতেছিলেন সিন্ধু। এশিয়ান গেমস ও কমনওয়েলথেও পদক জিতেছেন তারকা শাটলার। ক্রীড়া ক্ষেত্রে দেশের গর্ব বৃদ্ধি ও সাফল্যের জন্য অর্জুন পুরষ্কার, রাজীব গান্ধী খেল রত্ন, পদ্মশ্রী, পদ্ম বিভূষণ পেয়েছেন সিন্ধু।