টোকিও অলিম্পিক মাতাতে চলেছেন সুন্দরী শুটার অপূর্বি চান্ডেলা, তার জীবন কাহিনি আপনাকে উদ্বুদ্ধ করবে
২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক্স। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভারতীয় অ্যাথলিটরা। এবার অলিম্পিকে মেয়েদের ১০ মিটার এয়ার ফাইনালে দেশের ভরসা অপূর্বি চান্ডেলা। অলিম্পিকের আগে জানুন শুটিংয়ে আসার অনুপ্রেরণা থেকে এখনও পর্যন্ত তার যাত্রা পথ।
১৯৯৩ সালের ৪ জানুয়ারি জন্ম অপূর্বি চান্ডেলা। ছোট বেলা থেকে জয়পুরে বড় হন তিনি। প্রথমে ক্রীড়া সাংবাদিক হতে চাইতেন অপূর্বি।
কিন্তু পরবর্তীতে ২০০৮ বেজিং অলিম্পিক্সে অভিনব বিন্দ্রা গোল্ড মেডেল পাওয়া দেখে অনুপ্রাণিত হন ও শুটার হওয়ার সিদ্ধান্ত নেন অপূর্বি চান্ডেলা।
অপূর্বির বাবার জয়পুরে হোটেলের ব্যবসা রয়েছে। পরিবারের তরফ থেকে সম্পূর্ণ সমর্থন পান তিনি ও নিজেকে ধীরে ধীরে একজন প্রফেশনাল গড়ে তোলেন।
২০১৪ সালে কেরিারের সব থেকে বড় সাফল্য পান তিনি। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন অপূর্বি। তারপরই সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি।
২০১৫ সালে চাংওয়ানে কেরিয়ারের প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করেন অপূর্বি ও সেখানে ব্রোঞ্জ মেডেলল পান। যার সুবাদে ২০১৬ সালে রিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করেন।
কিন্তু রিও অলিম্পিক থেকে খালি হাতেই ফিরতে হয় অপূর্বিকে। ১০মিটার এয়ার রাইফেলে ৫১ জনের মধ্যে ৩৪ নম্বরে শেষ করেন তিনি। তবে রিও অলিম্পিকের অভিজ্ঞতা ভবিষ্যতে তার কাজে লাগবে বলে জানান অপূর্বি।
২০১৯ সালে কেরিয়ারে একের পর এক সাফল্য পান অপূর্বি চান্ডেলা। দিল্লিতে আয়োজিত আইএসএসএফ বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফালে বিশ্বরেকর্ড গড়েন তিনি।
সেই বছরে বেজিং বিশ্বাকাপে চতুর্থ হয়ে টোকিও অলিম্পিকের টিকিট পাকা করেন চান্ডেলা। সেই বছরই মিউনিখে বিশ্বকাপে আরও একটি গোল্ড মেডেল পান তিনি।
এই সাফল্যের পর ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসেন অপূর্বি চান্ডেলা। তবে হার-জিৎ-সাফল্য-ব্যর্থতা সব কিছুকেই সমানভাবে গ্রহণ করেন তিনি ও আরও উন্নতি করার চেষ্টা করেন।
শুটিংয়ের বাইরে ব্যক্তিগত জীবনে সবসময় হাসি-খুশি থাকতে পছন্দ করেন অপূর্বি চান্ডেলা। বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে খুবই পছন্দ করেন তিনি।
দেখতেও খুবই সুন্দরী ভারতীয় এই শুটার। লুকসের দিক থেকে কোনও মডেল অভিনেত্রীর থেকে কম নন অপূর্বি চান্ডেলা।
সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় তারকা শুটার। ঘনঘন নিজের ছবি শেয়ার করেন তিনি। খেলা থেকে শুরু করে বিভিন্ন মুহূর্তের ছবি।
সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও আকাশ ছোঁয়া। কোনও ছবি শেয়ার করলে মুহূর্তের মধ্যে লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়।
টোকিও অলিম্পিকের জন্য নিজের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছেন অপূর্বি চান্ডেলা। এবার পোডিয়াম ফিনিশ করাই লক্ষ্য ভারতীয় শুটারের।
১০ মিটার এয়ার রাইফেলে অংশ নেবেন তিনি। বিগত কয়েকটি প্রতিযোগিতায় সাফল্যের কারমে অলিম্পিকে নামার আগে আত্মবিশ্বাসী অপূর্বি।