কোন বিভাগে যাচ্ছেন কত জন তারকা, জানুন টোকিও অলিম্পিকে ভারতীয় দলের সম্পূর্ণ তালিকা

শুরু হয়ে গিয়েছে কাউন্ড ডাউন। আগামি ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক্স। শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত রয়েছেন ভারতীয় দলের সদস্যরা। এবারের অলিম্পিকে ভারত তাদের ইতিহাসে সর্বাধিক মেডেল জিতবে বলে আশাবাদী সকলেই। অলিম্পিক শুরু আগে এক ঝলকে দেখে নিন কোন কোন বিভাগে কারা যাচ্ছে টোকিও অলিম্পিক্সে।
 

Sudip Paul | Published : Jul 5, 2021 3:25 PM IST / Updated: Jul 05 2021, 08:57 PM IST

117
কোন বিভাগে যাচ্ছেন কত জন তারকা, জানুন টোকিও অলিম্পিকে ভারতীয় দলের সম্পূর্ণ তালিকা
আর্চেরি- তরুনদীপ রাই অতনু দাস প্রবীণ যাদব দীপিকা কুমারী
217
অ্যাথলেটিক্স- কেটি ইরফান (পুরুষদের ২০ কিমি রেস হাঁটা) সন্দীপ কুমার (পুরুষদের ২০ কিমি রেস হাঁটা) রাহুল রোহিলা (পুরুষদের ২০ কিমি রেস হাঁটা) ভাওয়ানা জাট (মহিলাদের ২০কিমি রেস হেঁটে) প্রিয়াঙ্কা গোস্বামী (মহিলাদের ২০কিমি রেস হাঁটা) অবিনাশ সাবল (পুরুষদের ৩০০০ মিটার স্টিপ্লেচেস) মুরালি শ্রীশঙ্কর (পুরুষদের লং জাম্প) এমপি জাবির (পুরুষদের ৪০০ মিটার হার্ডেল) নীরজ চোপড়া (পুরুষদের জাভলিন থ্রো) শিবপাল সিং (পুরুষদের জাভলিন থ্রো) অন্নু রানী (মহিলাদের জাভলিন থ্রো)
317
অ্যাথলেটিক্স- তাজিন্দরপাল সিং টুর (পুরুষদের শট পাট) দুতি চাঁদ (মহিলাদের ১০০ মিটার এবং ২০০ মি) কমলপ্রীত কৌর (মহিলাদের ডিস্ক থ্রো) সীমা পুনিয়া (মহিলাদের ডিস্ক থ্রো) মহম্মদ আনাস ইয়াহিয়া (পুরুষদের ৪x৪০০মি রিলে) নোয়া নির্মল টম (পুরুষদের ৪x৪০০মি রিলে) আমোজ জ্যাকব (পুরুষদের ৪x৪০০মি রিলে) আরোকিয়া রাজীব (পুরুষদের ৪x৪০০মি রিলে) মিক্স ৪x৪০০ মি রিলে (টিম এখনও ঘোষিত হয়নি)
417
ব্যাডমিন্টন- পিভি সিন্ধু (মহিলাদের সিঙ্গল) বি সাই প্রণীত (পুরুষদের সিঙ্গল সাত্বিক্সরাজ ব়্যাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি (পুরুষদের ডবলস)
517
বক্সিং- বিকাশ কৃষ্ণ (পুরুষদের ৬৯ কেজি) লাভলিনা বোর্গোহেইন (মহিলাদের ৬৯ কেজি) আশিস কুমার (পুরুষদের ৭৫ কেজি) পূজা রানী (মহিলাদের ৭৫ কেজি) সতীশ কুমার (পুরুষদের ৯১ কেজি) মেরি কম (মহিলাদের ৫১ কেজি) অমিত পাঙ্গাল (পুরুষদের ৫২ কেজি) মনীশ কৌশিক (পুরুষদের ৬৩ কেজি) সিমরনজিৎ কৌর (মহিলাদের ৬৩ কেজি
617

ইকুইসট্রেইন ও ফেনসিং- ফুয়াদ মির্জা ভবানী দেবী

717
গল্ফ- অনিরবান লাহিড়ী (পুরুষদের ইভেন্ট) উদয়ন মানে (পুরুষদের ইভেন্ট) অদিতি অশোক (মহিলাদের ইভেন্ট)
817
জিমন্যাস্টিক- প্রণতি নায়েক
917
হকি- পুরুষদের হকি দল- গোলরক্ষক: পিআর শ্রীজেশ ডিফেন্ডার: হরমনপ্রীত সিং, রুপিন্দর পাল সিং, সুরেন্দ্র কুমার, অমিত রোহিদাস, বীরেন্দ্র লাকরা মিডফিল্ডার: হার্ডিক সিং, মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ, নীলকান্ত শর্মা, সুমিত ফরওয়ার্ড: শমসের সিং, দিলপ্রীত সিং, গুরুজন্ত সিং, ললিত কুমার উপাধ্যায়, মনদীপ সিং স্ট্যান্ডবাই: কৃষ্ণ পাঠক (গোলরক্ষক), বরুণ কুমার (ডিফেন্ডার) এবং সিমরনজিৎ সিং (মিডফিল্ডার)
1017
মহিলা হকি দল- গোলরক্ষক: সবিতা ডিফেন্ডারস: ডিপ গ্রেস একা, নিককি প্রধান, গুর্জিত কৌর, উদিতা মিডফিল্ডার: নিশা, নেহা, সুশীলা চানু পুখরাম্বম, মনিকা, নবজোট কৌর, সালিমা তেতে ফরওয়ার্ড: রানী, নবনিত কৌর, লালরেমসিয়ামি, বন্দনা কাটারিয়া, শর্মিলা দেবী স্ট্যান্ডবাই: ই রজনী
1117
জুডো- সুশীলা দেবী লিকমাবাম (মহিলাদের ৪৮ কেজি)
1217
রোয়িং ও সেইলিং অর্জুন জাট এবং অরবিন্দ সিং (লাইটওয়েট ডাবল স্কালস) নেত্রা কুমানান (লেজার রেডিয়াল) বিষ্ণু সারাভানান (লেজার স্ট্যান্ডার্ড) কেসি গণপতি এবং বরুণ ঠাক্কর (৪৯ ইআর)
1317
শুটিং- অঞ্জুম মওদগিল (১০ মিলিয়ন মহিলাদের এয়ার রাইফেল) অপূর্বি চন্দেলা (১০ মিটার মহিলাদের এয়ার রাইফেল) দিব্যংশ সিং পানওয়ার (১০ মিটার পুরুষদের এয়ার রাইফেল) দীপক কুমার (১০ মেন এর এয়ার রাইফেল) তেজস্বিনী সাওয়ান্ত (৫০মি মহিলাদের রাইফেল ৩ পজিশন সঞ্জীব রাজপুত (৫০ মি পুরুষদের রাইফেল ৩ পজিশন) ঐশ্বর্য প্রতাপ সিং তোমার (৫০ মিটার পুরুষদের রাইফেল ৩ পজিশন)
1417
শুটিং- মনু ভাকের (১০ মি মহিলাদের এয়ার পিস্তল) যশস্বিনী সিং দেসওয়াল (১০মি মহিলাদের এয়ার পিস্তল) সৌরভ চৌধুরী (১০ মি পুরুষদের এয়ার পিস্টল) অভিষেক ভার্মা (১০ মি পুরুষদের এয়ার পিস্টল) রাহি সারনোবাত (২৫ মিটার মহিলাদের পিস্তল) ইলাভেনিল ভালারিভান (১০ মিটার মহিলাদের এয়ার রাইফেল) অঙ্গদ বীর সিং বাজওয়া (পুরুষদের স্কিট) মাইরাজ আহমেদ খান (পুরুষদের স্কিট)
1517
সুইমিং- সজন প্রকাশ শ্রীহরি নাটরাজ মানা প্যাটেল
1617
টেবিল টেনিস ও টেনিস শরৎ কামাল সাথিয়ান জ্ঞানাসেকরণ সুতির্থা মুখোপাধ্যায় মনিকা বাত্রা সানিয়া মির্জা এবং অঙ্কিতা রায়না (মহিলাদের ডবলস)
1717
ভার উত্তোলন ও কুস্তি- মীরাবাই চানু ( ভার উত্তোলন) সীমা বিসলা (মহিলাদের ফ্রিস্টাইল ৫০ কেজি) ভিনেশ ফোগাট (মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি) আনশু মালিক (মহিলাদের ফ্রিস্টাইল ৫৭ কেজি) সোনম মালিক (মহিলাদের ফ্রিস্টাইল ৬২ কেজি) রবি কুমার ডাহিয়া (পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি) বজরং পুনিয়া (পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি) দীপক পুনিয়া (পুরুষদের ফ্রিস্টাইল ৮৬ কেজি)
Share this Photo Gallery
click me!
Recommended Photos