রয়েল এনফিল্ড স্ক্রাম ৪১১-এ LS410,সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, 4-স্ট্রোক, SOHC ইঞ্জিন থাকবে। ৪১১ cc-র এই মডেলের দাম হবে হিমালয়ানের থেকে অনেকটাই কম। যতদূর জানা যাচ্ছে, এই বাইকের দাম ধার্য করা হতে পারে ১ লাখ ৯০ হাজার থেকে ২ লাখ চার হাজার টাকার মধ্যে। সাধারণের বাজেটের কথা মাথা রেখেই রয়েল এনফিল্ডের আসন্ন বাইকের মডেলের দাম ধার্য করা হয়েছে। রয়েল এনফিল্ড হিমালয়ান যারা ইচ্ছে থাকলেও কিনতে পারেন নি তারা কিন্তু রয়্যাল এনফিল্ডের আসন্ন মডেলটি কেনার কথা একবার ভাবতেই পারেন।