ক্রেডিট থেকে ডেবিট কার্ড, ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা ও নয়া ফিচার মিলবে এবার হোয়াটসঅ্যাপেই

সারা বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে  করোনা ভাইরাস। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে একজনের থেকে অন্যজনের শরীরে। যত দিন এগোচ্ছে পরিস্থিতি ততই যেন ভয়াবহ আকার  নিচ্ছে। আর এর জেরেই সিংহভাগ মানুষ বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার উপরেই নির্ভরশীল হয়ে পড়ছে। কোটি কোটি ব্যাঙ্ক গ্রাহকদের কথা ভেবে নিজেদের অ্যাপ নিয়ে এসেছে। যার ফলে মানুষজন আরও  সহজেই নির্ভরশীল হয়ে পড়ছে ডিজিটাল পরিষেবার উপরে। এবার অত্যাধুনিক ফিচার ও ব্যাঙ্কিং পরিষেবা নয়া সুবিধা  নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ।

Riya Das | Published : Jul 14, 2020 7:02 AM IST / Updated: Jul 14 2020, 12:44 PM IST
19
ক্রেডিট থেকে ডেবিট কার্ড, ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা ও নয়া ফিচার মিলবে এবার হোয়াটসঅ্যাপেই


হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। এই মুহূর্তে দেশের প্রচুর মানুষই ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। 

29


এবার হোয়াটসঅ্যাপের তরফে আনা হল নয়া ব্যাঙ্কিং পরিষেবা। যার ফলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

39

 এর পাশপাশি সাধারণ মানুষের এই পরিষেবা ব্যবহার করতে খুব একটা অসুবিধা হবে না। খুব সহজেই সকলেই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।

49

হোয়াটসঅ্যাপের এই নয়া সুবিধার মাধ্যমে ব্যাঙ্কের কতটা পরিমাণ টাকা রয়েছে তা  সহজেই জানা যাবে। 

59


এর পাশপাশি শেষ তিনটি লেনদেন সংক্রান্ত তথ্য প্রয়োজনে পড়লে তাও জেনে নিতে পারবেন।এখানেই শেষ নয়, এছাড়াও বেশ কিছু অতিরিক্ত সুবিধা পাবেন গ্রাহকেরা।  

69

এমনকী ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে এবার হোয়াটসঅ্যাপেই। 

79


কার্ড ব্লক এবং আনব্লক করার সুবিধাও এখানেই পেয়ে যাবেন গ্রাহকরা।
 

89

যে সমস্ত গ্রাহকরা  এই সুবিধা নিতে চান তারা ব্যাঙ্কের তরফে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর নিজেদের ফোনে সেভ করে নেবেন। তারপরে সেই নম্বরে মিসড কল দিলেই গ্রাহকদের ফোনে এই পরিষেবা চালু হয়ে যাবে।

99


 গ্রাহকেরা এই সুবিধাটি নিজেদের সুবিধামতোন ব্যবহার করতে পারবেন। এছাড়াও ব্যাঙ্কিং পরিষেবাতে চ্যাট করার জন্য প্রথমে গ্রাহকদের 'হাই' লিখে পাঠাতে হবে। আর তারপরেই খুব সহজে এই পরিষেবা গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos