অ্যাপেল আইফোন ১২ প্রো ম্যাক্স মোবাইলের মতোই দেখতে এই মডেলটি। তবে, এর ক্যামেরা সামান্য বড়। ১২০ এইচজেড (120Hz) ডিসপ্লে, লিডার সেনসর (LiDAR) আর লো লাইট ফোটোগ্রাফির ফিচার রয়েছে এতে। ফোনটির দাম প্রায় এক লক্ষ চল্লিশ হাজার। এ১৫ বায়োনিক A15 Bionic চিপ আছে। এই ফোনের ব্যাটারি খুবই ভালো। মূলত চারটি রঙে অ্যাপেল আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেল আছে।