শীতের আমেজেই চলছে ভরপুর বিয়ের উৎসব। এবার পালা হানিমুন ডেস্টিনেশন প্ল্যানিং করে নেওয়ার। তাই তালিকায় অতি অবশ্যই রাখতে ভুলবেন না লাক্ষাদ্বীপ। শীতের সময় পার্ফেক্ট ডেস্টিনেশন হতে পারে এই স্থান।
Jayita Chandra | Published : Dec 28, 2020 10:53 AM IST / Updated: Dec 28 2020, 05:24 PM IST
কেরালার মামাবার থেকে ৩২৪ কিমি দূরে অবস্থিত এই লাক্ষাদ্বীপ। মোট ৩৬টি প্রবাল দ্বীপ নিয়ে তৈরি এই স্থান।
৩৬ টির মধ্যে ১০ টিতে থাকে জনবসতী। বেশ কিছু হোটেল, রিসর্ট ও টুরিজমের জন্য কয়েকটি দ্বীপ খুলে রাখা হয়েছে। যেখানে যাওয়া যেতেই পারে ভ্রমণ।
এই স্থানে দেখার জায়গা বলতে রয়েছে কালপেনি, কাদমাত দ্বীপ, মিনিকয়, কাভারত্তি দ্বীপ, বাঙ্গারাম দ্বীপপুঞ্জ প্রভৃতি।
কোটি বিমান বন্দর থেকে লাক্ষাদ্বীপ যেতে জন পিছু যাতায়াম মোটের ওপর ৮০০০ টাকা করে পড়বে। দিনে ৬টি বিমান ছাড়ে।
ভারতীয়রাই একমাত্র লাক্ষাদ্বীপ পুরো ঘুরে দেখতে পারেন। কিন্তু বিদেশিদের ক্ষেত্রে খোলা থাকে কেবল তিনটি দ্বীপই। রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্ট, ওয়াটার স্পোর্টস প্রভৃতি।