বাংলা
Travel
মার্চের শুরুতেও ভারী তুষারপাত, পর্যটকদের মন কাড়ল সিমলা-মানালি-লে
Jayita Chandra
Published : Mar 01, 2020, 05:06 PM IST
শীতের দাপট এখনও স্থায়ী। সমতলে বসন্ত প্রভাব ফেললেও তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে নিচে। ফলে আবহাওয়া বেশ স্বস্তি দায়ক। তবে পাহাড়ে এখনও জাঁকিয়ে শীত। তাপমাত্রা মাইনাসে। পর্যটকদের নজর কাড়তে শেষ বেলায় তুষারপাত।
PREV
NEXT
1
8
শনিবার ভারী তুষারপাত হল হিমাচলে। পাহাড়ের চূড়া ঢাকল সাদা বরফে।
Subscribe to get breaking news alerts
Subscribe
2
8
পর্যটকদের মুখে হাসি। মার্চের শুরুতেও মিলছে বিপুল বরফ।
3
8
বরফে ঢেকেছে সিমলা, ধর্মশালা, মানালি। তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম।
4
8
সোলাং ভ্যালিতে বরফ পড়ে ৯ মি.মি। বন্ধ বেশ কিছু সড়কপথ।
5
8
সকাল থেকেই চলছে বরফ সরিয়ে রাস্তা পরিস্কারের কাজ। যান বাহন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা।
6
8
বরফ পড়েছে কাংড়া, কুফরিতেও। ধর্মশালাতে সর্বাধিক বরফ পড়ে এদিন।
7
8
তুষারপাতের ফলে তাপমাত্রার পারদ নেমেছে বেশ কিছুটা।
8
8
বন্ধ লে-লাদাখের রাস্তা। বরফ পড়ে আটকে বহু পর্যটক।
GN
Follow Us
JC
About the Author
Jayita Chandra
Read More...
Download App
Read Full Gallery
click me!
Recommended Stories
বর্ষবরণের রাতে দিঘায় ঘুরে বেড়াবে প্রমোদ তরী, বিচ উৎসবে ঘিরে উন্মাদনা বাড়বে পর্যটকদের
জুলুকের ভিড় এড়িয়ে বরফের স্বর্গে নির্জন রাত — পূর্ব সিকিমের 'নিমাচেন' এখন নতুন আকর্ষণ