মার্চের শুরুতেও ভারী তুষারপাত, পর্যটকদের মন কাড়ল সিমলা-মানালি-লে

শীতের দাপট এখনও স্থায়ী। সমতলে বসন্ত প্রভাব ফেললেও তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে নিচে। ফলে আবহাওয়া বেশ স্বস্তি দায়ক। তবে পাহাড়ে এখনও জাঁকিয়ে শীত। তাপমাত্রা মাইনাসে। পর্যটকদের নজর কাড়তে শেষ বেলায় তুষারপাত। 

Jayita Chandra | Published : Mar 1, 2020 11:36 AM IST

18
মার্চের শুরুতেও ভারী তুষারপাত, পর্যটকদের মন কাড়ল সিমলা-মানালি-লে
শনিবার ভারী তুষারপাত হল হিমাচলে। পাহাড়ের চূড়া ঢাকল সাদা বরফে।
28
পর্যটকদের মুখে হাসি। মার্চের শুরুতেও মিলছে বিপুল বরফ।
38
বরফে ঢেকেছে সিমলা, ধর্মশালা, মানালি। তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম।
48
সোলাং ভ্যালিতে বরফ পড়ে ৯ মি.মি। বন্ধ বেশ কিছু সড়কপথ।
58
সকাল থেকেই চলছে বরফ সরিয়ে রাস্তা পরিস্কারের কাজ। যান বাহন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা।
68
বরফ পড়েছে কাংড়া, কুফরিতেও। ধর্মশালাতে সর্বাধিক বরফ পড়ে এদিন।
78
তুষারপাতের ফলে তাপমাত্রার পারদ নেমেছে বেশ কিছুটা।
88
বন্ধ লে-লাদাখের রাস্তা। বরফ পড়ে আটকে বহু পর্যটক।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos