বছরের শেষে খুলে গিয়েছে নাগাল্যান্ড, তবে ট্রিপ প্ল্যান করার আগে জানতে হবেই গুরুত্বপূর্ণ তথ্য

করোনার জন্য দীর্ঘদিন ধরে ঘরেই বন্দী রয়েছেন বহু মানুষ। একে একে পর্যটন কেন্দ্রগুলো স্বাভাবিক হলেও খুব একটা মানুষ সে দিকে পা বাড়াতে সাহস পায়নি প্রথম প্রথম। তবে এবার ধীরে ধীরে ছন্দে ফেরার পালা।

Jayita Chandra | Published : Jan 28, 2021 6:02 AM IST
18
বছরের শেষে খুলে গিয়েছে নাগাল্যান্ড, তবে ট্রিপ প্ল্যান করার আগে জানতে হবেই গুরুত্বপূর্ণ তথ্য

গত বছরের শেষদিকে দস্তুর মত ভ্রমণে ঝুঁকেছেন সাধারন মানুষ। অভিযোগ হাতের কাছে দীঘা পুরী, খানিক ছুটি নিয়ে বেরিয়ে পড়া কাছেপিঠে দূরে কোথাও।

28

বছরের শেষে খুলে গিয়েছে নাগাল্যান্ডের দরজা। পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এই পর্যটন স্থান।

38

তবে ট্রিপ এর আগে বেশ কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে তেমনি এই দেশে কার জারি করা হয়েছে এবার এই স্থান থেকে।

48

নাগাল্যান্ডের প্রবেশ করার জন্য করাতে হবে করোনা টেস্ট। সেই টেস্ট হতে হবে দুদিনের মধ্যে। 72 ঘন্টা আগে টেস্ট গ্রহণ করা হবে না।

58

থাকতে হবে প্রি-বুকিং প্যাকেজ। প্যাকেজ চিপে না থাকলে এই পর্যটন কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

68

আসা-যাওয়ার দুই তরফের e-ticket থাকতে হবে বুক। নয়তো নাগাল্যান্ড ভ্রমণের পার্মিশন পাওয়া যাবে না।

78

পর্যটকদের মোবাইলে অবশ্যই রাখতে হবে আরোগ্য সেতু অ্যাপ। পাশাপাশি করোনা বিধি মেনে চলতে হবে।

88

যদিও নুরতের কথায় এই বিষয় তাঁর কাছে নতুন কিছুই নয়। তাই এই নিয়ে বিন্দুমাত্র সময় নষ্ট করতে নারাজ নুসরত। 

Share this Photo Gallery
click me!

Latest Videos