বরফে মুড়েছে ডালহৌসি, তুষারপাতের সাক্ষী থাকতে ভিড় জমাচ্ছে পর্যটকেরা

শীতকাল মানেই এড়িয়ে চলা পাহাড়। তবে এখন সেই সংজ্ঞা বদলে গিয়েছে। শীতের আমেজে গা ভাসাতে এখন পর্যটকেরা বেছে নিচ্ছেন পাহাড়কেই। তবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস বন্ধ থাকে একাধিক হিল স্টেশন। এর মাঝেও পর্যটক টানছে ডালহৌসি। 

Jayita Chandra | Published : Jan 31, 2020 3:58 PM
19
বরফে মুড়েছে ডালহৌসি, তুষারপাতের সাক্ষী থাকতে ভিড় জমাচ্ছে পর্যটকেরা
শীতের মরসুমেও এখন পর্যটকেরা ডালহৌসি মুখো। ব্যাপক তুষারপাতের জেরে প্রতি বছরই বরফে ঢেকে থাকে হিমাচল প্রদেশের ডালহৌসি।
29
এই শীতে বরফ পড়ার জন্য বন্ধ থাকে রোটাং পাস, তবুও বরফ পরার সাক্ষী থাকতে পর্যটকেরা পাড়ি জমাচ্ছেন ডালহৌসিতে।
39
ডিসেম্বর জানুয়ারি এখানে সর্বোনিম্ন তাপমাত্রা পৌঁছে যামাইনাস দশ ডিগ্রির কাছাকাছি। বন্ধ থাকে পথঘাট, হোটেল।
49
এই সময়টা খানিক কাটে না কাটতেই আবারও পর্যটকদের ভিড় বাড়ে। রাস্তার দুপাশে ভর্তি থাকে বরফ।
59
হোটেলের ছাদ থেকে গাড়ির মাথা পার্কিং লট সর্বত্রই বরফে ঢাকা। তবে পর্যটকদের সমস্যার মুখেও পড়তে হয়।
69
২০২০ জানুয়ারিতে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ডালহৌসি। বিপুল পরিমাণে বরফ পড়ার ফলে বন্ধ হয়েগিয়েছিল সমস্ত রকমের পরিষেবা।
79
সম্প্রতি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে হোটেল। ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই আবারও ভিড় বাড়ছে ডালহৌসিতে।
89
অন্যান্য বছরের তুলনায় এবার শীতের মরসুমেও হোটেলের ভাড়া গগণচুম্বী। তারওপর বরফ পড়ার কারণে অনেককেই ফিরে আসতে হচ্ছে মাঝ পথ থেকে।
99
এখনও চলছে প্রবল তুষারপাত। তারই মাঝে পর্যটকদের ভিড়। সমস্যার মোকাবিলা করেই তুষার রাজ্যে শীতের আমেজে গা ভাসানো।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos