সেলেব মহলে নেই আর একের পর এক মলদ্বীপ সফরের শো-অফ ছবি, গোপন রহস্য কী জানেন

ছুটির মেজাজে মলদ্বীপ, সাধারণ কতটা ভিড় জমিয়েছে গত কয়েকমাসে, তার খোঁজ খবর নেটপাড়া  না রাখলেও, গত তিন চার মাসে যেভাবে সেলেব মহলের ঢল নেমেছিল মলদ্বীপে, তা  এক কথায় বলতে গেলে ্বাক করা। একের পর এক সেলেবের ডেস্টিনেশন হয়ে উঠেছিল মলদ্বীপ, তবে বর্তমানে সেই ছবি  ও পোস্টে  ভাটা কেন! 

Jayita Chandra | Published : May 6, 2021 4:40 AM IST
18
সেলেব মহলে নেই আর একের পর এক মলদ্বীপ সফরের শো-অফ ছবি, গোপন রহস্য কী জানেন

গত কয়েকমাসে একের পর এক সেলেবদের দেখা গিয়েছে মলদ্বীপে পাড়ি জমাতে। একবার নয়, শ্রদ্ধা তো দু-দুবার হাজির হয়েছেন এই স্থানে। 

28

গত কয়েকমাসে একের পর এক সেলেবদের দেখা গিয়েছে মলদ্বীপে পাড়ি জমাতে। একবার নয়, শ্রদ্ধা তো দু-দুবার হাজির হয়েছেন এই স্থানে। 

38

তবে বর্তমানে ভারতের বুকে যেভাবে করোনা ছড়াচ্ছে তা রীতি  মত ভাবিয়ে তুলেছে  গোটা বিশ্বকে। 

48

যার প্রভাব পড়ছে ট্রাভেল দুনিয়াতেও। সংক্রমণের এই মাত্রার দিকে লক্ষ করেই এবার নয়া সিদ্ধান্ত নিল মলদ্বীপ প্রশাসন। 

58

জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে ভারত থেকে কোনও পর্যটককেই সেখানে আস্তে  দেওয়া  হচ্ছে না। 

68

তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, যেখানে লোকলিটি আছে, সাধারণ মানুষেরা থাকে, সেই জায়গার ক্ষেত্রে এই নিয়ম বরাদ্দ থাকবে। 

78

তবে প্রাইভেট বিচে ভারত থেকে পর্যটরেরা আসতেও পারে। তবে কেন নেই কোনো ভ্রমণের পোস্ট।

88

তার অপর এক কারণ নেট দুনিয়ার চরম সমালোচনাও হতে পারে, যে সম্ভাবনা  পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। 

Share this Photo Gallery
click me!

Latest Videos