কানাক, গ্রিনল্যান্ড
গ্রিনল্যান্ডের উত্তরে এই শহর। এখানে মানুষের সংখ্যা মাত্র ৬৫০। এখানে বছরের আড়াই মাস সূর্য অস্ত যায় না। প্রকৃতির এমনই আচরণের সাক্ষী থাকে স্থানীয়রা। সেই সময় রাত দিনের হিসেব গুলিয়ে যায়। অনেকেই বাড়ি কালো পর্দা দিয়ে মুড়ে ফেলা হয়। তবে শীতের দীর্ঘ রাতে সূর্যের তাপ নেহাই মন্দ নয় স্থানীয়দের কাছে। এখানে শীতকালই গ্রীষ্ণের তুলনায় বেশি লম্বা হয়।