বাওয়ালি রাজবাড়ি- কলকাতা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই বাওয়ালি রাজবাড়ি। সেখানে গিয়েও কাটিয়ে আসতেই পারেন একটা দিন। করতে পারেন পিকনিকও। অনেকেই সেখানে পিকনিক করতে যান। রাজকীয় পরিবেশে সেখানে পিকনিক করার মধ্যেও রয়েছে একটা আনন্দ।এছাড়াও আলিসান ভোজ সঙ্গে রয়েল লাইফস্টাইলের সাক্ষী থাকতে একবার এখানে যেতেই হবে। ডে আউটও হয়, পাশাপাশি এখানে রাতেও থাকা যায়।