বর্ষশেষে বিচপার্টি-তে উল্লাস, সেরা ঠিকানা কোথায়, রইল বিস্তারিত তথ্য

বছর শেষে উল্লাস। এক কথায় বলতে গেলে নতুন বছরকে প্রাণ খুলে স্বাগত জানানোর পালা। কোনও ক্রমে বিপদ কাটিয়ে নতুন বছরে পা রাখার পালা। শেষ সময় ক্লান্তি ভুলে খানিক খুশির মেজাজে গা ভাসানোর সেরা ঠিকানার খোঁজ... 

Jayita Chandra | Published : Dec 21, 2020 6:42 AM IST
17
বর্ষশেষে বিচপার্টি-তে উল্লাস, সেরা ঠিকানা কোথায়, রইল বিস্তারিত তথ্য

গোয়া- বিচ মানেই ভারতের বুকে গোয়া। সকলেরই কম বেশি গোয়া ভ্রমণের ইচ্ছে থেকেই থাকে। সেখানেই দুপুর থেকে রাতভোর বিচে পার্টিতে মত্ত হাজার হাজার পর্যটকের। শেষ মুহূর্তে প্ল্যান করে নেওয়া যেতেই পারে। 

27

হ্যাভলক আইল্যান্ড- আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জের সব থেকে বড় আইল্যান্ড হ্যাভলক। বছর শেষে যা সেজে ওঠে নয়া লুকে। প্রতিবছর এই আইল্যান্ডে ক্রিসমাস ইভ থাকে দেখার মত। পাশাপাশি রোজ আইল্যান্ডের লুকও খানিকটা একই ধাঁচের। 

37

পন্ডিচেরী- এখানেও বিচের ধারে থাকা হেরিটেজ এক কথায় স্বর্গের ঠিকানা। এখানের সেলিব্রেশন বেশ কিছুটা আলাদা স্বাদের, অরভিলার পাশেই গড়ে ওঠা ফাইন বিচের লুকেই মুগ্ধ পর্যটকেরা। 

47

মুম্বই- জুহু বিচে পার্টির উন্মাদনা। সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষের ঢল নামে নতুন বছরের সন্ধায়। সেখানেই পার্টির থাকে বিশেষ আয়োজন। 
 

57

গোকারনা- দক্ষিণ ভারতের মন্দিরে আবৃত এক অন্য স্বাদের বিচ গোকরনা। বছর শেষে সেখানেও সেলিব্রেশনের নয়া লুক চোখে পড়ে। একাধিক বিচ রয়েছে এখানে, যেখানে বোটিং, পার্টি ও বাজি পোরানোর মত উৎসব হয়ে থাকে। 

67

মন্দারমনি- স্বস্তায় বিচ পার্টির স্বাদ মানেই হাতের কাছে মন্দারমণি। সেখানে প্রতিবছর বিচ লাগোয়া রিসর্টগুলি সেজে ওঠে নয়া নয়া লুকে। 

77

দিঘা- যে কোনও সেলিব্রেশনেই বাংলার মানুষের কাছে একটাই সেরা ঠিকানা, তা হল দিঘা। তাই বছর শেষের পার্টিতেও কোনও খামতি রাখেনা এই ডেস্টিনেশন, রাস্তা জুড়ে চলতে থাকে পার্টি, গান ও উল্লাস। 

Share this Photo Gallery
click me!

Latest Videos