বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে অবস্থিত হাম্পি শহর। ১৩৩৬-১৬৪৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত বিজয়নগরের রাজধানী ছিল হাম্পি। এখন জরাজীর্ণ। কিন্তু প্রাচীন ভাস্কর্যে ভারতের সমৃদ্ধির কথা বলে এখনও। শোনাযায় এখানে এমন কতগুলি স্তম্ভ রয়েছে যেগুলিতে হাত ছিলেন একেক রকম বাদ্যযন্ত্রের আওয়াজ হয়। যদিও সেগুলিতে হাত দেওয়া বর্তমান নিষিদ্ধ করছে কর্ণাটক সরকার।