ইকো থেকে নিকোপার্ক, বড়দিন বা নিউইয়ারে কড়া নিয়ম, শহরের বুকে ডে প্ল্যানিং-এর সেরা ঠিকানা

বছর শেষে ষেন অনেকটাই ঝারা হাতপা। এক কথায় বলতে গেলে সারা বছর দমবন্ধ করা পরিস্থিতি থেকে খানিক ছুটি। তাই বড়দিন হোক বা নতুন বছররের শুরু, সকলেই খানিক হলেও বাড়ি ছেড়ে ভ্রমণ পথে পা বাড়াতে উদ্যোগি। তাই এক নজরে দেখে নেওয়া যাক কলকাতার বুকে থাকা বিনোদনের ঠিকানাগুলো কীভাবে সেজে উঠেছে... 

Jayita Chandra | Published : Dec 24, 2020 1:51 PM
17
ইকো থেকে নিকোপার্ক, বড়দিন বা নিউইয়ারে কড়া নিয়ম, শহরের বুকে ডে প্ল্যানিং-এর সেরা ঠিকানা

ইকো পার্ক- দিনভর চুটিয়ে পিকনিকের সেরা ঠিকানা এখন ইকোপার্ক। তবে বড়দিন ও নিউইয়ার উপলক্ষ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মুখে মাস্ক থাকা জরুরী। প্রতিটি জায়গা ঘণ্টায় ঘণ্টায় সাফাইয়ের সিদ্ধান্ত। 

 

 

27

ভিক্টোরিয়া- ভিক্টোরিয়ায় ঘোরার প্ল্যানিং করে নেওয়া যেতেই পারে, প্রতিবারের মত এবারও যেদি এমনটাই ভেবে থাকেন তবে ভুল করবেন। কারণ করোনার কোপে এখনও খোলেনি ভিক্টোরিয়ার দরজা। 

37

চিড়িয়া খানা- দিনভর ঘোরার প্ল্যানিং থাকলে চিড়িয়াখানা কখনই ঠিকানা হতে পারে না। কারণ ভিড় এড়াতে মাত্র তিন থেকে চার ঘণ্টাই অনুমতী দেওয়া হচ্ছে এখানে থাকার জন্য। অনলাইনে কাটতে হচ্ছে টিকিট। 

47

নিকো পার্ক- মাস্ক পরে থাকা জরুরী, নয়তো পার্কে প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি দোলনাতে উঠতে গেলেও মাস্ক পরে থাকতে হবে। প্রবেশমূল্য ৩০০ টাকা প্যাকেজ পাথা পিছু সাড়ে আটশো টাকা। 

57

মিলিয়াম পার্ক- রাত আটটা পর্যন্ত খোলা এই তিনটে পার্কের দরজা। তবে মেনে চলতে হবে সোশ্যাল ডিস্টেন্স।

67

সায়েন্সসিটি- সন্ধ্যে ৬টা পর্যন্ত সায়েন্সিটির দরজা খোলা থাকে। প্রবেশ মূল্য মাত্র ৬০ টাকা। নিয়ম মেনে স্যানিটাইজেশন করে, মাস্ক পরে তবেই প্রবেশ করতে হবে এই পার্কে। 

77

প্রিন্সেপ ঘাট- গঙ্গা বক্ষে ভ্রমণ, খোলামেলায় পিকনিক, খানিকটা সময় একটু অন্যভাবে কাটিয়ে নেওয়া যেতেই পারে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos