বছর শেষের উইকেন্ড ট্রিপ, রইল সেরা ১০ জায়গার খোঁজ, জেনে নিন খরচ কত

সামনেই বড় দিনের ছুটি। এরই মাঝে ছোট খাটো ভ্রমণ ট্রিপ করার প্ল্যানিং শুরু করে ফেলেছেন অনেকেই। তাই ফাইনাল ডেস্টিনেশন স্থির করার আগে আকবার চোখ বুলিয়ে নিন বাজেটে...

Jayita Chandra | Published : Dec 17, 2020 11:38 AM IST
110
বছর শেষের উইকেন্ড ট্রিপ, রইল সেরা ১০ জায়গার খোঁজ, জেনে নিন খরচ কত

দিঘা- ছুটিতে তিন দিনের জন্য দিঘা ট্রিপ প্ল্যান করে নেওয়া যেতেই পারে। তিন দিনের প্যাকেজ ট্রিপ করাও যেতে পারে। বছর শেষে দুজনের তিনদিনে ১০ থেকে ১৫ হাজার টাকা খবর ৯হতে পারে। 
 

210

মন্দারমণি- মন্দারমণিতে এই ছুটিতে যদি প্ল্যান করা হয় তবে নিঃসন্দেহে পাওয়া যাবে বিচ পার্টির স্বদ। খরচ পরবে দুরাত্রির ১০ হাজার। 
 

310

তাজপুর-  তাজপুরে ঘুরে আসুন। অফবিট ও ভিড় এড়াতে এই জায়গাকে রাখতেই পারেন আপনার পছন্দের তালিকাতে। এখানে ঘুরতে মাথাপিছু খরচ পড়বে- ৫০০০টাকা। 

410

বকখালি- বকখালিতে ঘুরে আসাই যায় এই ছুটির মেজাজে। তবে সেখানে খরচ বেশ খানিকটা কম। দুদিনের দুজনের খরচ পড়বে ৬০০০ টাকা।  

510

সুন্দরবন- আগে থেকে বুকিং করে নিন। সুন্দরবন অবশ্যই হতে পারে আপনার ডেস্টিনেশন। খরচ পড়বে মাথাপিছু ৪০০০টাকা। 

610

মুর্শিদাবাদঃ খুলে গিয়েছে ট্রেন, তাই মুর্শিদাবাদ ঘুরে আসতেই পারেন। সেখানে মোটের ওপর খরচ পড়বে মাথাপিছু ৪০০০ টাকা। 

710

দারিংবাড়ি- পাহাড় বা জঙ্গল যাঁদের ভালো লাগে কিন্তু হাতে সময়  কম, তাঁরা অবশ্যই এই দারিংবাড়ি থেকে ঘুরে আসুন। মাথাপিছু খরচ হবে ৪০০০ টাকা। 

810

సాగరిక జహీర్ ఖాన్ ఇన్‌స్టాగ్రామ్ హాట్ ఫోటోలు... 

910

মায়াপুর- মায়াপুরকে নিজের পছন্দের লিস্টে রাখতে পারেন। গাড়ি বুকিং করে বা ট্রেনে পৌঁচ্ছে যেতে পারেন। এখন সেখানে ৭১ টাকার ভোগ কুপন পাওয়া যাচ্ছে। 

1010

ঘাটশিলা- ঘাটশিলা অনেকেরই ঘোরা। তবুও এই জায়গাকে ট্রিপের লিস্টে রাখতেই পারেন। এখানেও ঘরতে নমাথাপিছু খরচ হবে ৪০০০ থেকে ৫০০০ টাকা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos