রবার্ট ও'ব্রায়েন বলেন, ভারত ইতিমধ্যে এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করেছে। ভারতের পর যদি আমেরিকাও একই পথে হাঁটে তাহলে টিকটক, উইচ্য়াটদের ইউরোপিয় বেশ কিছু দেশ থেকেও ব্যবসা গুটোতে হবে। চিনা কমিউনিস্ট পার্টির দূর থেকে নজরদারী, বা গুপ্তচরবৃত্তির কাজ করে থাকে এই অ্যাপ্লিকেশনগুলি। তাই ব্যবসা বন্ধ হয়ে গেলে চিনের সেই পরিকল্পনা বড় ধাক্কা খাবে। এই অবস্থায় ও'ব্রায়েনের পরামর্শ, টিকটক অত্যন্ত মজাদার হলেও, এর ব্যবহারকারীদের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত।