বছর শেষে ট্য়ুইটারের তালিকা প্রকাশ, কোথায় রয়েছেন মোদী, দেখে নিন জনপ্রিয় হ্যাসট্যাগ কী

Published : Dec 09, 2020, 08:42 PM ISTUpdated : Dec 21, 2020, 11:16 AM IST

প্রায় শেষর দিকে পৌঁছে গেছে ২০২০। শুরু হয়েগেছে হিসেব নিকেশের পালা। মাইক্রো ব্লগিং সাইটগুলিও পর্যালোচনা  করছে। আর তাতেই সামনে এসেছে জনগণের উদ্দেশ্যে সবথেকে বেশি ট্যুইট কে করেছেন কোন রাষ্ট্রনেতা? ট্যুইটারের পক্ষ থেকে জানান হয়েছে চলতি বছর সবথেকে বেশি ট্যুইট করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আর দ্বিতীয় স্থানে রয়েছে হবু মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। এঁদের থেকে অনেকটাই নিচের দিকে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

PREV
18
বছর শেষে ট্য়ুইটারের তালিকা প্রকাশ, কোথায় রয়েছেন মোদী, দেখে নিন জনপ্রিয় হ্যাসট্যাগ কী

জনগণের উদ্দেশ্যে কে সবথেকে বেশি বার্তা দিয়েছেন মাইক্র ব্লগিং সাইটে? তারই উত্তর পাওয়া গেল। ট্যুইটারের পক্ষ থেকে জানান হয়েছে  প্রথম দশের মধ্যে মধ্যই রয়েছেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। 

28

জনগণের উদ্দেশ্যে বার্তা দেওয়ার তালিকায় ৭ নম্বরে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
 

38

প্রথম স্থানে রয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আর দ্বিতীয় স্থানে রয়েছে হবু মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন।
 

48

এই তালিকায় একমাত্র মহিলা রয়েছেন তিনি হলে হবু মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ৭০০ মিলিয়নেরও বেশি নির্বাচন সম্পর্কিত ট্যুইট করা হয়েছিল। 

58

চলতি বছর সবথেকে বেশি হ্যাসট্যাগ করা হয়েছে করোনাভাইরাস। এটি ছিল জনপ্রিয় হ্যাসট্যাগ। 

68

করোনা সংক্রান্ত ট্যুইট হয়েছে ৪০০ মিলিয়ন। স্টেহোম জাতীয় হ্যাসট্যাগ ছিল তৃতীয় জনপ্রিয় হ্যাসট্য়াগ। 

78

সবথেকে বেশি ট্যুইট করা ব্যক্তিদের তালিকায় রয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, েরাপ কানিয়ে এয়েস্টের নামও। 

88

 ট্যুইটারের পক্ষ থেকে জানান হয়েছে মার্কিন কৃষাঙ্গ জর্জ ফ্রয়েড হত্যার প্রতিবাদে ব্ল্যাক লাইভ ম্যাটার হ্যাসট্যাগ ছিল চলতি বছর দ্বিতীয় জনপ্রিয় হ্যাসট্যাগ। 

click me!

Recommended Stories