করোনা ভাইরাস নিয়ে চিনের বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছেন ট্রাম্প। এবার নিজের দেশের ডিজিটাল সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আগেই জানিয়ে দিয়েছিলেন, মার্কিন কোম্পানি টিকটক কিনে না নিলে আমেরিকায় অ্যাপটি নিষিদ্ধ করে দেওয়া হবে। সেই মতোই ১৫ সেপ্টেম্বরের মধ্যে সে দেশে টিকটকের মালিকানা নিতে চলেছে মাইক্রোসফট।