লাদাখের সংঘাত চিন ইচ্ছে করেই জেনে বুঝে করেছে। ২৯ ও ৩০ আগস্টের রাতে ঘটে যাওয়া সীমান্ত সংঘর্ষ নিয়ে এমন চাঞ্চল্যকর দাবি করছে মার্কিন গোয়েন্দারা। আর এই পরিস্থিতিতে ফের একবার ভারতের পাশেই দাঁড়াতে দেখা গেল মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেওকে। চিনকে যুদ্ধবাজ প্রতিবেশি আখ্যা দিয়ে পম্পেও বলেন, চিন সবসময় সীমান্তের উত্তাপ বজায় রাখে। তাইওয়ান হোক বা হিমালয়ের পার্বত্য অঞ্চলের সীমান্ত, সব জায়গাতেই তাদের আগ্রাসী মনোভাব অশান্তি বাড়াচ্ছে।