সবগুলিকেই অস্ত্রবিহীন (Demilitarised) বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন, মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি। তিনি জানিয়েছেন হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে, প্রায় ৭৩টি এয়ারক্র্যাফ্টকে গত দুই সপ্তাহ ধরে অকেজো করেছে মার্কিন সেনা সদস্যরা। তিনি আরও বলেন, 'সেই বিমানগুলি আর কখনও উড়বে না, আর কেউ সেগুলি পরিচালনা করতে পারবে না।'