তাই এখন ভোটের মুখে শুধু ট্রাম্প ভক্তরাই নন, আপামর মার্কিনীরাই ঝাঁপিয়ে পড়ে বন্দুক কিনছেন। সোশালিস্ট রাইফেল অ্যাসোসিয়েশন, আফ্রিকান আমেরিকান গান অ্যাসোসিয়েশনের মতো বামপন্থী-সহ নতুন নতুন গোষ্ঠী-ও তৈরি হচ্ছে। তারা বলছেন, বন্দুক বহন করতে না চাইলেও পরিবর্তিত পরিস্থিতিতে এই অধিকারটি প্রকাশ করার ক্ষমতা রাখতে চান। বিশেষ করে অপর পক্ষ যখন আইনের শাসনের বিশ্বাসী নয়, তখন এছাড়া কোনও উপায় নেই। দেশের শেষ পর্যন্ত কী হবে তা তাদের জানা নেই, আপাতত গৃহযুদ্ধ লাগলে পরিবার ও নিজেকে রক্ষা করার অধিকারটুকু তারা রক্ষা করতে চান।