রায়দিঘি
রায়দিঘি আসনটি বামফ্রন্ট সরকারের মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের আসন হিসাবেই পরিচিত। বারবার প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এই কেন্দ্র, আর সবসময়ই মানুষের পাশে দেখা গিয়েছে কান্তি গঙ্গোপাধ্যায়কে। এহেন জনপ্রিয় মন্ত্রীকেই ২০১১ ও ২০১৬ সালে পরাজিত করেছিলেন তৃণমূলের প্রার্থী তথা অভিনেত্রী দেবশ্রী রায়। তবে ২০১৬-তে তাঁর জয়ের ব্যবধান ছিল মাত্র ১,২২৯। দেবশ্রী ১ লক্ষের কিছু বেশি আর কান্তি গঙ্গোপাধ্যায় ১ লক্ষের কিছু কম ভোট পেয়েছিলেন। অন্যদিকে, বিজেপি পেয়েছিল মাত্র ৭,৭০৩ টি ভোট। এবার আর দেবশ্রী নেই, তৃণমূল প্রার্থী করেছে ডাক্তার অলোক জলদাতাকে। উল্টোদিকে রয়েছেন সেই কান্তি গঙ্গোপাধ্যায়। এবার নিজের জায়গা পুনর্দখল করতে পারবেন কান্তি, নাকি বিজেপি মাঝখান থেকে সব হিসেব নিকেশ উল্টে দেয়, সকলেরই আগ্রহ রয়েছে। বিজেপির প্রার্থী শান্তনু বাপুলি।