টিকা নিয়েও করোনায় আক্রান্ত, রাজ্য়ে তৃতীয় দফা ভোটের আগে ভয়াবহভাবে বাড়ল সংক্রমণ

কলকাতা-সহ রাজ্য়ে করোনা সংক্রমণ ভয়াবহ রুপ নিয়েছে। তীরের বেগে প্রায় প্রতিদিনই এগোচ্ছে সংখ্যা। আক্রান্ত হয়েছেন কমিশনের পর্যবেক্ষক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এদিকে রাজ্যে  ১ মাসের মধ্য়ে একদিনের করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে প্রায় ৭ গুনেরও বেশি। ৫ মার্চ স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে সংক্রমণের  সংখ্যাটা ছিল ২৫৫। এদিকে মার্চ পেরিয়ে এপ্রিলে পা দিতেই তা প্রায় ৭ গুন বেড়ে দাড়িয়েছে   ১৯৫৭-এ। বেড়েছে মৃত্যু সংখ্যাও। সুস্থতার হারও হুহু করে নীচে নামছে ক্রমশ। এহেন পরিস্থিতি নিয়ে রীতিমত চিন্তায় চিকিৎসকেরা। ৫ এপ্রিল রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, সংক্রমণের কী কী তথ্য উঠে এসেছে , দেখুন ছবিতে -ছবিতে।
 
 

Asianet News Bangla | Published : Apr 5, 2021 6:38 AM IST / Updated: Apr 05 2021, 12:09 PM IST
17
টিকা নিয়েও করোনায় আক্রান্ত, রাজ্য়ে তৃতীয় দফা ভোটের আগে ভয়াবহভাবে বাড়ল সংক্রমণ

রবিবারের    স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,  পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৪ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ২।  এবং  উত্তর ২৪ পরগণায় ১ জন, পশ্চিম বর্ধমানে মৃত্যু ১ জনের । বাংলায় মোট মৃতের সংখ্যা ১০,৩৪৪ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ৩,১৩০।

27

রবিবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৯ জন থেকে বেড়ে ৬৩৪ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা  ১৩৫,৬৩৭ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত  ৫৯৩,৬১৫ জন।  

37

 উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৪৬২  জন । তবে দৈনিক সংক্রমণ কমলেও এখনও সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা, দ্বিতীয়   উত্তর ২৪ পরগণা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত  ১৯৫৭ জন।   

47


রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গেএই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া   ৮ হাজার ৮৪৪  থেকে ১০ হাজার ১৫৩  জন।  

57

রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪৪  জন।  তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল    ৫৭২,৪৭৪ জন থেকে  ৫৭৩,১১৮ জন। সুস্থতার হার  ৯৭.৬৪ শতাংশ থেকে কমে ৯৬.৫৫।  
 

67

এদিকে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরে করোনায়ভাইরাসে আক্রান্ত হলেন এনআরএস-র এক প্রশাসনিক আধিকারিক। উল্লেখ্য আগেও এমন ঘটনা ঘটেছে বাংলায়।

 

77

রাজ্যে কোভিড পরিস্থিতির হাল ধরতে এবার রাজ্য়ের সকল মেডিক্যাল কলেজে কোভিড ওয়ার্ড চালু করা হচ্ছে। যেখানে চিকিৎসা হবে করোনা রোগীদের। আলাদা করে ওয়ার্ড চালু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরুপ নিগম।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos