বামব্রিগেড প্রসঙ্গে দাঁতনের সবা থেকে তিনি বলেন- আজকে একটা ব্রিগেড হয়েছে ৷ বামপন্থীরা আর নিরপেক্ষতার কথা বলবেন ? পাশে আব্বাস সিদ্দিকীকে নিয়ে মিটিং করেছেন ৷এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মহম্মদ সেলিম, উপমুখ্যমন্ত্রী হবেন আব্বাস সিদ্দিকী,বামপন্থীরা সাবধান, আপনাদের ধর্মনিরপেক্ষতার বুলি আর চলবেনা ৷আসুন আপনারা বিজেপিতে, যার একমাত্র স্লোগান -ভারত মাতা কি জয় ৷