আজ রাজ্য সফরে BJP-র হেভিওয়েট ২, স্কুটিতে স্মৃতি ইরানি, বালুরঘাটে জনসভায় রাজনাথ সিং, দেখুন ছবি

Published : Feb 26, 2021, 06:40 PM IST

রাজ্যে ভোটের নির্ঘন্ট প্রকাশের দিনেই দুই কেন্দ্রীয় হেভিওয়েটের সফর। একদিকে যখন স্কুটি চড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ,অপরদিকে তখন জনসভা থেকে তৃণমূলকে তোপ দাগছেন রাজনাথ সিং। তবে স্মৃতি ইরানি এদিন সাহায্য ছাড়াই স্কুটি চালালেন। যদিও বৃহস্পতিবার জ্বালানীর মূল্য বৃদ্ধির জেরে ইলেকট্রিক স্কুটি চড়ে বাড়ি থেকে নবান্ন যান মমতা। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তবে এদিন রাজনাথ এবং স্মৃতি ইরানির সফরে বাংলায় উৎসাহ তুঙ্গে। ধ্বনিত হল জয়শ্রী রাম।

PREV
18
আজ রাজ্য সফরে BJP-র হেভিওয়েট ২, স্কুটিতে স্মৃতি ইরানি, বালুরঘাটে জনসভায় রাজনাথ সিং, দেখুন ছবি

 রাজ্যে ভোটের নির্ঘন্ট প্রকাশের দিনেই দুই কেন্দ্রীয় হেভিওয়েটের সফর। একদিকে যখন স্কুটি চড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি 
 

28

অপরদিকে তখন রাজ্য সফরে বালুরঘাটের জনসভায় রাজনাথ সিং। তবে স্মৃতি ইরানি এদিন সাহায্য ছাড়াই স্কুটি চালালেন।

38

 যদিও বৃহস্পতিবার জ্বালানীর মূল্য বৃদ্ধির জেরে ইলেকট্রিক স্কুটি চড়ে বাড়ি থেকে নবান্ন যান মমতা। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 
 

48

তবে এদিন রাজনাথ এবং স্মৃতি ইরানির সফরে বাংলায় উৎসাহ তুঙ্গে। ধ্বনিত হল জয়শ্রী রাম।
 

58


অপরদিকে তখন জনসভা থেকে,  'মমতা দিদিকে যেতে হবে' তৃণমূলকে তোপ দাগছেন রাজনাথ সিং।
 

68


কেন্দ্র ১৫০০ কোটি টাকা বিনিয়োগ করলেও ঠিক মতো কাজ হয়নি, আজও রাস্তার বেহাল অবস্থা-রাজ্য়ে এসে তৃণমূলকে নিশানা রাজনাথের
 

78

'আমি এখানকার মুখ্যমন্ত্রীকে বলতে চাই গণতন্ত্রে কখনো কোনো শাসক থাকেনা। গণতন্ত্রে কেবল সেবক থাকে', বললেন রাজনাথ সিং।
 

88


'এই বাংলায় মহাপ্রভু, রামকৃষ্ণ দেব, স্বামীজীর জন্ম'- রাজ্য সফরে এসে জনসভায় বললেন রাজনাথ
 

click me!

Recommended Stories