ঈশ্বরের আশীর্বাদ নিয়ে 'যুদ্ধক্ষেত্রে' গেলেন যশ দাসগুপ্ত, জয়ের বিষয়ে নিশ্চিৎ তারকা অভিনেতা

বিজেপিতে যোগ দিয়েই নির্বাচনের টিকিট পেয়েছেন অভিনেতা যশ দাসগুপ্ত। চন্ডীতলা কেন্দ্র থেকে লড়াই করবেন তিনি। জীবনে নতুন যুদ্ধে নামার জন্য ও মানুষের হয়ে কাজ করার জন্য প্রস্তুত তারকা অভিনেতা। যুদ্ধ ক্ষেত্রে যাওয়ার আগে ঈশ্বরের শরণাপন্ন হলেন যশ। ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করলেন জীবনের নয়া ইনিংস।
 

Sudip Paul | Published : Mar 15, 2021 3:10 PM IST / Updated: Mar 16 2021, 08:26 AM IST

110
ঈশ্বরের আশীর্বাদ নিয়ে 'যুদ্ধক্ষেত্রে' গেলেন যশ দাসগুপ্ত, জয়ের বিষয়ে নিশ্চিৎ তারকা অভিনেতা

গত ১৭ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দিয়ছেন টালিগঞ্জের তারকা অভিনেতা যশ দাসগুপ্ত। তাকে স্বাগত জানান দিলীপ ঘোষ কৈলাস বিজয়বর্গীয়রা।

210

বিজেপিতে যোগ দেওয়ার পর গত রবিবার তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করে পদ্ম শিবির। সেখানে হাই প্রোফাইল চন্ডীতলা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় যশকে।

310

যশের বিপক্ষ রয়েছেন হেভিওয়েট প্রার্থীরা। সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএম প্রার্থী হলেন মহম্মদ সেলিম ও তৃণমূল কংগ্রেস হয়ে লড়ছেন দুবারের বিধায়ক স্বাতী খন্দকার।

410

সোমবার চন্ডীতলার উদ্দেশ্যে রওনা দেন বিজেপি নেতা যশ দাসগুপ্ত। তবে যুদ্ধ ক্ষেত্রে যাওয়ার আগে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নেন তারকা অভিনেতা।

510

চন্ডীতলা যাওয়ার আগে লেক কালীবাড়িতে গিয়ে পুজো দেন যশ দাসগুপ্ত। সেখানকার একাধিক ছবি প্রকাশ্যেও এসেছে।

610
ভক্তি ভরে যশ দাসগুপ্ত পুজো দেন ও পুরোহিতের আশীর্বাদও নেন। নতুন জীবনে সাফল্য়ের কামনাও করেন তিনি।
710
বিজেপিতে যোগ দিয়েই মানুষের উদ্দেশ্যে কাজ করার জন্য রাজনীতিতে যোগ বলে জানিয়েছিলেন টালিগঞ্জের অভিনেতা।
810

লেক কালীবাড়ি পুজো দেওয়ার পরই চন্ডীতলা নিডের কেন্দ্রে পৌছে যান। সেখানে গিয়ে পার্টি অফিসে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

910
সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার বার্তা দেন যশ দাসগুপ্ত। এলাকায় দলের সিনিয়রদের পরামর্শ শুনে তিনি কাজ করবেন বলেও জানান যশ।
1010
এদিনও আরও একবার মানুষের হয়ে কাজ করার ও যুবক সম্প্রদায়ের জন্য কিছু করার জন্য রাজনীতিতে আশা বলে জানান যশ দাসগুপ্ত। বিজেপি যুব সম্প্রদায়কে সুযোগ দেয় বলেও জানান তিনি। একইসঙ্গে নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী যশ।
Share this Photo Gallery
click me!
Recommended Photos