নির্বাচনের আগে বাংলায় একটাই আলোচনা চলে, কে জিতবে। যে কোনও নির্বাচনেই আগে থেকে ফলাফল বলা অনুমান করাটা বেশ কঠিন। তার উপর এবার বাংলার রাজনৈতিক আবহাওয়া আগের থেকে অনেকটাই গিয়েছে বদলে। সচেতন ধর্মনিরপেক্ষ নীতি আদর্শের প্রতিযোগিতার ঐতিহ্য থেকে বর্তমানে বাংলার রাজনীতি নেমে এসেছে সাম্প্রদায়িকভাবে বিভক্ত পরিচয়ভিত্তিক মেরুকরণেরর প্রতিযোগিতায়। তবে তারমধ্য়েই ভারতীয় জনতা পার্টি (BJP) আর কিছু না হোক, বাংলার মানুষের আলোচনায় সফলভাবে তুলে এনেছে নিজেদের। বাড়িতে, কর্মক্ষেত্রে, দোকানে-বাজারে দিনে অন্তত একবার গেরুয়া শিবির নিয়ে আলোচনা করছে মানুষ। কিন্তু, সত্য়িই কি একেবারে ৩ জন বিধায়ক থেকে রাজ্যের শাক দল হয়ে উঠতে পারবে ভাজপা? কীসের জোরে এই স্বপ্ন দেখছে তারা?