ক্রমে কাটচ্ছে দুর্বলতা
রাজ্যে রাজ্যে বিজেপির বর্তমান উত্থানের মুখ যদি হন, নরেন্দ্র মোদী, শিড়দাঁড়া অবশ্যই অমিত শাহ। বাংলায় ২০১৯ সালে বিজেপির পক্ষে ৪০.৬৪ শতাংশ মানুষ ভোট দিলেও, গেরুয়া শিবিরের মূল সমস্যা, এই রাজ্যে তাদের সংগঠন নেই বললেই চলে। স্থানীয় স্তরে রয়েছে নেতার অভাবও। কিন্তু, নির্বাচনী রাজনীতিতে পোড় খাওয়া অমিত শাহ জানেন, কীভাবে এই দুর্বলতা ঢাকতে হয়। এর আগে উত্তরপূর্বের অসম ও ত্রপুরায় তিনি তা করে দেখিয়েছেন। বাংলাতেও একইভাবে সাংগঠনিক ফাঁকফোকর ভরাট করতে গুলি বিজেপি দুটি কৌশল গ্রহণ করেছে। প্রথমে মুকুল রায় ও পরে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল নেতাদের তারা দলে নিয়েছে। বুথ-স্তরের কর্মী-সমর্থকদের সঙ্গে এই নেতাদের যোগাযোগ অত্যন্ত ভালো। অন্যদিকে, অন্যান্য রাজ্যের নেতৃবৃন্দকে এনে জেলায় জেলায় তৈরি করা হয়েছে বুথ ম্যানেজমেন্ট কমিটি। তাঁরাই, বঙ্গ বিজেপির দরজায় দরজায় প্রচার, বিভিন্ন কর্মসূচী আয়োজন, অস্তিত্বহীন এলাকায় স্থানীয় সংগঠক এবং নেতা তৈরির কাজ করে চলেছেন, বিগত কয়েক মাস ধরে।