বিজেপি এবার বাংলা জয়কে পাখির চোখ করেছে। সেই কারণেই শুধুমাত্র হিন্দভাষী ও অবাঙালি ভোট ব্যাঙ্ককেই টার্গেট করছে না। রাজ্যের সাধারণ ভোটের পাশাপাশি আদিবাসি ও মতুয়া ভোটও টার্গেট করেছে। রীতিমত গুরুত্ব দিচ্ছে গোর্খা, লেপচা, রাজবংশী ভোটারদের সেন্টিমেন্টের ওপরেও। তাই তালিকা তৈরির ক্ষেত্রে ধীর গতি অবলম্বন করা হচ্ছে বলেও সূত্রের খবর।