এসএসকেএম-এ ভর্তি মুখ্যমন্ত্রী, পায়ের পাতা-গোড়ালিতে আঘাত, করানো হয়েছে অস্থায়ী প্লাস্টার

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে চোট পাওয়ার পরই তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় কলকাতায়। অসহ্য পায়ের যন্ত্রণা, পাশাপাশি শরীরের বেশ কিছু অংশে চোট লাগে তাঁর। এই অবস্থায় তাঁকে ফিরিয়ে এনে ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে। বর্তমানে কেমন আছেন মুখ্যমন্ত্রী। 

Jayita Chandra | Published : Mar 11, 2021 2:51 AM IST / Updated: Mar 11 2021, 08:42 AM IST

111
এসএসকেএম-এ ভর্তি মুখ্যমন্ত্রী, পায়ের পাতা-গোড়ালিতে আঘাত, করানো হয়েছে অস্থায়ী প্লাস্টার

বুধবার মনোনয়ন পত্র জমা দেওয়ার পরই নন্দীগ্রামে ফিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কিছু কাজ ছিল যা, একে একে শেষ করছিলেন মুখ্যমন্ত্রী।

211

এমনই সময় সামনে উঠে আসে ভয়ানক খবর, মুখ্যমন্ত্রী পাসহ শরীরের বেশ কিছু অংশে চোট পেয়েছেন। তাঁকে একাই নিজের পায়ে বরফ ঘষতে দেখা যায়। 

311

এরপর তাঁকে গাড়িতে তুলে আনলে অসহ্য যন্ত্রণায় গায়ে আসে জ্বর। গ্রিন করিডর করে তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়। ভর্তি করা হয় এসএসকেএম-এর ভিভিআইপি কেবিনে। 

411

সেখানেই তখন উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই মমতাকে দেখতে আসেন রাজ্যপাল। 

511

এরপর শুরু হয় চিকিৎসা। প্রাথমিকভাবে করানো হয়েছিল এক্সে আর ইসিজি। এক্সে-তে হাড় ভাঙা পাওয়া যায়নি, তবে পেশিতে চোট আছে বলে হাসপাতাল সূত্রে খবর। 

611

পাশাপাশি শরীরের আরও বিভিন্ন জায়গাতে চোট আছে বলে ডাক্তারের পক্ষ থেকে এদিন জানানো হয়। 

711

মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য সাত জনের এক মেডিক্যাল টিম গঠন করা হয়। তবে ডাক্তারেরা এক্সে রিপোর্টে ভরসা করতে চাইছেন না। 

811

তাই রাত ১০.৪০ নাগাদ তাঁদে বাঙ্গুরে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে ফিরিয়ে এনে এসএসকেএম-এ ভর্তি করানো হয়। 

911

করানো হয়েছে ইসিজি, ইসিজি রিপোর্ট প্রাথমিকভাবে সন্তোষজনক হলেও বর্তমানে রয়েছে শ্বাসকষ্টের সমস্যা। 

1011

পাশাপাশি হাসপাতাল সূত্রের খবর মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের পাতায় ও গোড়ালিতে চিড় পাওয়া গিয়েছে। ৪৮ ঘণ্টা ধরে রাখা হবে পর্যবেক্ষণে। 

1111

করানো হয়েছে অস্থায়ী প্লাস্টার। পেশীর ফোলা কমলে করানো হবে প্লাস্টার। শরীরের আরও অন্যান্য জায়গায় চোট বর্তমান, পেশিতে ফোলা আছে। মেডিক্যাল বুলেটিনে জানালেন এসএসকেএম-এর ডাক্তারেরা। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos