মীনাক্ষী মুখোপাধ্যায়
নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার প্রার্থী। ভোট ময়দানে নেমেই দুই কঠিন প্রতিপক্ষের সঙ্গে যুঝতে হচ্ছে ৩৭ বছরের মীনাক্ষীকে। তবে ছোট থেকেই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে অভ্যস্ত রাষ্ট্রবিজ্ঞানের এই ছাত্রী। বাম ছাত্ররাজনীতি থেকেই উত্থান তাঁর। ০১৮ সালে তিনি যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সভানেত্রী নির্বাচিত হন। ওই বছরেই তিনি সিপিআইএম রাজ্য কমিটির সদস্য হন। বাম রাজনীতি ক্রমশ বৃদ্ধতন্ত্রে পরিণত হয়ে যাচ্ছে বলে যাঁরা অভিযোগ বা আক্ষেপ করেন, তার ঠিক উল্টোদিকের বাস্তবতা মীনাক্ষী। তাঁর জন্ম ১৯৮৬ সালে। ডাকাবুকো তো বটেই, একই সঙ্গে তিনি সুর চড়াতে পারেন জনসভায়, রাজনৈতিক সমাবেশে। সুবক্তা হিসেবে তাঁর গুণগ্রাহীর পরিমাণ বড় কম নয়। ফেব্রুয়ারি মাসে নবান্ন অভিযানের দিন তিনি পুলিশি হামলার শিকারও হয়েছিলেন।