ফারাক্কা থেকে জলঙ্গী প্রায় ১৪২ কিমি সীমন্ত এলাকা । সীমন্তের সমতল এলাকার বেশির ভাগ জায়গাতে কাঁটাতার দেওয়ার কাজ শেষ । ভৌগলিক কারনে খুব সামান্য জায়গাতে কাঁটাতার দেওয়া সম্ভব হয় নি ।অথচ সীমন্তে বসবাসকারী ধুলিয়ান ,জঙ্গিপুর ,লালগোলা ,ভগবানগোলা ,রানীতলা ,রানীনগর, ডোমকলের মতো বিস্তীর্ণ এলাকার কৃষিজীবী ও মৎস্যজীবীরা বি এস এফের নিয়মকানুনের বেড়া জালে পড়ে অতিস্ট হয়ে উঠেছেন ।