রাত পোহালেই নির্বাচন। শনিবার বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোটগ্রহণ হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, হাওড়া , হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা - এই ৫ জেলার। ৪৪ আসনে ভাগ্য নির্ধারিত হবে মোট ৩৭৩ জন প্রার্থীর। এর আগের তিন দফায় ভোট গ্রহণের দিন এবং তার আগের ও পরের দিন ব্যাপক রাজনৈতিক হিংসা দেখা গিয়েছে। চতুর্থ দফায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে মোতায়েন করা হচ্ছে মোট ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাদের সঙ্গে থাকবেন রাজ্য পুলিশের সদস্যরাও। এছা়ড়াও থাকছে ক্যুইক রেসপন্স টিম, সিসিটিভি, ওয়েব কাস্টিং সহ আরও বেশকিছু ব্যবস্থা। দেখে নেওয়া যাক চতুর্থ দফার নির্বাচনের নিরাপত্তার সার্বিক চিত্রটা।