২৫০০ কৃষকের সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন নাড্ডা, খেলেন খিচুড়ি-৫ সবজির তরকারি, দেখুন ছবি


 
শনিবার  কৃষক সুরক্ষা অভিযানে নাড্ডাকে পেয়ে সাহাপুরে উৎসাহ তুঙ্গে। তিনি এদিন কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রায় ২৫০০ কৃষকের সঙ্গে সহ ভোজ সারেন তিনি।  'কৃষকদের সঙ্গে অন্য়ায় করেছেন মমতা',মধ্যাহ্নভোজ সারার আগে রাজ্য়ে কৃষকদের প্রতি বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রীকে রীতিমত নিশানা করলেন নাড্ডা।

Asianet News Bangla | Published : Feb 6, 2021 3:45 PM
15
২৫০০ কৃষকের সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন নাড্ডা,  খেলেন খিচুড়ি-৫ সবজির তরকারি, দেখুন ছবি
এদিন তিনি ২৫০০ কৃষকদের সঙ্গে সহভোজ সারছেন।খেলেন খিচুড়ি-৫ সবজির তরকারি
25
'কৃষকদের সঙ্গে অন্য়ায় করেছেন মমতা', মধ্যাহ্নভোজ সারার আগে রাজ্য়ে কৃষকদের প্রতি বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রীকে রীতিমত নিশানা করলেন নাড্ডা।
35
খাবর খাওয়ার আগে জরুরী কথা কানে কানেই শুনে নিলেন জেপি নাড্ডা। খেয়ে উঠেই ইংরেজ বাজারে নাড্ডার রোড শো।
45
দলের কৃষক সুরক্ষা অভিযানের সমাপ্তি হয়েছে মালদহে। বাড়ি-বাড়ি থেকে সংগ্রহ করা মুষ্টি ভিক্ষার চাল-ডাল দিয়ে তৈরি হয়েছে এই খাবার। সকলের সঙ্গে সেই আহার সারলেন নাড্ডা।
55
' ৩৫ লক্ষ কৃষক, সুরক্ষা অভিযানে যুক্ত। ৩৩ হাজার গ্রামে আমরা পৌছেছি',সাহাপুরে এসে জানিয়েছেন নাড্ডা।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos