নাড্ডা-কৈলাসের গাড়ি ভাঙচুর, পাথর বৃষ্টি, কাঁচের বোতল ছুঁড়ে হামলা ডায়মন্ড হারবারে

ডায়মন্ড হারবারে যাওয়ার পথে শিরকোলে একাধিক শীর্ষ বিজেপি নেতার গাড়িতে হামলা। কৈলাশ বিজয়বর্গীয়, অনুপম হাজরার গাড়িতে ইট ছুঁড়ে ভাঙচুর, জেপি নাড্ডার গাড়িতেও পাথর বৃষ্টি। কাঁচে বোতল ছুঁড়েও আক্রমণ করা হয়েছে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উল্লেখ্য, 'জেপি নাড্ডার রাজ্যে সফরে পুলিশি নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করা হয়নি', গাফিলতির অভিযোগ তুলে  অমিত শাহকে চিঠি দিয়েছেলেন দিলীপ ঘোষ। এদিকে সেই অভিযোগই সত্যই হল মত বিজেপি সমর্থকদের। 

Ritam Talukder | Published : Dec 10, 2020 1:48 PM
15
নাড্ডা-কৈলাসের গাড়ি ভাঙচুর, পাথর বৃষ্টি, কাঁচের বোতল ছুঁড়ে হামলা ডায়মন্ড হারবারে
ডায়মন্ড হারবারে যাওয়ার পথে একাধিক শীর্ষ বিজেপি নেতার গাড়িতে হামলা।
25
কৈলাশ বিজয়বর্গীয়, অনুপম হাজরার গাড়িতে ইট ছুঁড়ে ভাঙচুর, জেপি নাড্ডার গাড়িতেও পাথর বৃষ্টি।
35
কাচে বোতল ছুঁড়েও আক্রমণ করা হয়েছে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
45
উল্লেখ্য, 'জেপি নাড্ডার রাজ্যে সফরে পুলিশি নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করা হয়নি', গাফিলতির অভিযোগ তুলে অমিত শাহকে চিঠি দিয়েছেলেন দিলীপ ঘোষ।
55
এদিকে সেই 'হামলা হতে পারে' অভিযোগই সত্যই হল মত বিজেপি সমর্থকদের।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos