ঘূর্ণিঝড় বুরেভি কেটে যাওয়ার পর হিমেল বাতাস ঢুকতে শুরু করেছে এ রাজ্যে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ঠান্ডার প্রকোপ। রাত বাড়তেই কুয়াশা পড়তে শুরু করেছে। বুধবার ভোরবেলায় ঘন কুয়াশার চাদরে ঢেকেছে নদিয়া জেলার বিস্তীর্ণ অঞ্চল। কুয়াশার প্রভাব পড়েছে জাতীয় সড়কে,নদী পারাপারে এমনকি বিঘ্নিত হচ্ছে রেল পরিষেবা। এবার দেখে নেওয়া যাক ছবি।