আপনি কি জানেন দিলীপ ঘোষের সম্পত্তির পরিমাণ কত, জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য
রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলায় বিজেপির উথ্থান। ছিলেন বিধায়ক। পরবর্তী সময়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিধায়ক হয়েছেন। আপনি কি জানেন তাঁর সম্পত্তির পরিমাণ কত?
Asianet News Bangla | Published : Jan 25, 2021 5:38 PM IST / Updated: Jan 25 2021, 11:09 PM IST
রাজ্য বিজেপির বিতর্কিত মুখ। সাংবাদিকদের মুখোমুখি হলেই চাঁচাছোলা ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করেন। ১৯৬৪ সালে পশ্চিম মেদিনীপুর জেলার (বর্তমানে ঝাড়গ্রাম) গোপীবল্লভপুরে জন্মগ্রহণ করেন।
জঙ্গলমহলের গোপীবল্লভপুরে হিন্দু সদগোপ পরিবারে জন্মগ্রহণ করেন। উচ্চ মাধ্যমিক পাশ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেন। নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী জানাগিয়েছে।
১৯৮৪ সালে রাষ্ট্রিয় স্বয়ং সেবক সংঘের প্রচারক হিসেবে প্রথম কেরিয়ার শুরু করেছিলেন তিনি। ১৯৯৯ সাল থেকে ২০০৭ পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দায়িত্বে ছিলেন তিনি।
২০১৪ সালে সরাসরি বিজেপিতে যোগদান করেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্বভার নেন। ২০১৫ সালে রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হন তিনি।
২০১৬ সালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে লড়াই করেন। সেখান থেকে বিজেপির বিধায়ক নির্বাচিত হন দিলীপ ঘোষ।
কংগ্রেসের প্রবীণ বিধায়ক জ্ঞান সিং সোহন পালকে হারিয়ে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। খড়গপুর সদরের সাত বারের বিধায়ক ছিলেন জ্ঞান সিং।
২০১৭ সালে পুণরায় রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হন দিলীপ ঘোষ। ২০১৯ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞাকে হারিয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন দিলীপ ঘোষ। ৮৮ হাজার ৯৫২ তৃণমূলের ভোটে মানস ভুঁইঞাকে পরাজিত করেন তিনি।
২০২০ সালে পুণরায় বিজেপির সভাপতি নির্বাচিত হন দিলীপ ঘোষ। নির্বাচনে কমিশনে দেওয়া তথ্য় অনুযায়ী তাঁর বর্তমান সম্পত্তির পরিমান ৪৫.৩৬ লক্ষ টাকা।