বেলদায় প্রায় জনশূন্য যোগীর সভা, মাঠ ভরাতে ১ ঘন্টা অপেক্ষা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর

বেলদায় প্রায় জনশূন্য যোগীর সভা।  সভাতে লোক নেই, বেলদাতে হেলিকপ্টার থেকে নেমে একঘন্টা মাঠ ভরার অপেক্ষা করতে হল যোগী আদিত্যনাথকে।ততক্ষনে অনেক চেষ্টা করে হাজার খানেক লোককে মঞ্চের পাশে হাজির করতে সক্ষম হয় বিজেপি নেতারা ৷এরপরে মঞ্চে উঠে বক্তব্য রাখেন যোগী ৷ 


 

Asianet News Bangla | Published : Mar 17, 2021 3:10 AM IST

15
বেলদায় প্রায় জনশূন্য যোগীর সভা, মাঠ ভরাতে ১ ঘন্টা অপেক্ষা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর

পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি-র সমর্থনে প্রচার সভা করতে হাজির হয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷
 

25

 

 

 


 মঙ্গলবার বেলা দুটো নাগাদ তিনি হেলকপ্টারে করে নেমে হাজির হলেও সভায় লোক না থাকার কারনে মঞ্চের পাশে বিশ্রামস্থলে বসে থাকতে হল এক ঘন্টা ৷ 
 


 

35

এদিন তিনি বেলদার সভামঞ্চে বক্তব্যে বলেন- এখানে রামের নাম নিলে তৃণমূল সরকারের আপত্তি হয় কেন? কিন্তু এটা বলতে পারি যেখানেই রামের বিরোধিতা করা হয়েছে সেখানেই জনতার জবাব পেয়েছে সরকার। এই ভুলটাই উত্তর প্রদেশের একটা সরকার করেছিল। তার কি অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। 
 

45


বেলা ৩ টা ১০ নাগাদ মঞ্চে ওঠেন বক্তব্য রাখতে ৷ ততক্ষনে অনেক চেষ্টা করে হাজার খানেক লোককে মঞ্চের পাশে হাজির করতে সক্ষম হয় বিজেপি নেতারা ৷ এরপরে মঞ্চে উঠে বক্তব্য রাখেন যোগী ৷ 
 

55


অযোধ্যাতে রাম মন্দির নির্মাণ শুরু হয়েছে, সেটা কখনোই কংগ্রেস থাকলে হত না। তৃণমূল থাকলেও এ ধরণের কাজ হবে না। বিজেপি বিদ্যুৎ আলো জল , স্বাস্থ্য পরিষেবা সবই দেবে। আর যেদিন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে , বিজেপি কর্মীদের যারা আক্রমণ করেছে আইন তাদের বিরুদ্ধে ২ মে-র পর ব্যবস্থা নেওয়া শুরু করবে।

Share this Photo Gallery
click me!
Recommended Photos