হ্যাঁ, এইবারের নন্দীগ্রামের ভোট মন্দির-মাজারেরও। শেষ লগ্নে মেরুকরণের চাপ আরও বাড়িয়েছে বিজেপি। মমতার বিরুদ্ধে তুষ্টিকরণের অভিযোগ থেকে সরাসরি 'পাকিস্তানি', 'বেগমকে হারাবো'র মতো কথা শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর মুখে। নন্দীগ্রামের ২,৭৫,০০০ ভোটারের মধ্যে ৭৫,০০০-এর মতো মুসলিম ভোট রয়েছে, প্রায় ৩০ শতাংশ। স্পষ্টতই, বাকি ২,০০,০০০ ভোটকে বিজেপির পক্ষে সংহত করার লক্ষ্য নিয়েছেন শুভেন্দু। মুসলিম ভোট গত বেশ কয়েকটি নির্বাচনে তৃণমূলের পক্ষেই গিয়েছে। কিন্তু, শুভেন্দুর চ্যালেঞ্জের মুখে পড়ে মমতা এখন মঞ্চ থেকে প্রমাণ করতে চেষ্টা করছেন তিনি মমতাজ বেগম নন, মমতা বন্দ্যোপাধ্যায়। মীনাক্ষি মুখোপাধ্য়ায়ের সমর্থনে আব্বাস সিদ্দিকীর জনসভার ভিড় কিন্তু বলছে মুসলিম সমাজ মমতার এই পাল্টি পছন্দ করছে না।